কোহলিদের মান-ইজ্জত সবই যেন ধুলায় মিশে গেল। প্রবল শক্তি নিয়ে বিশ্বকাপের ময়দানে আছড়ে পড়তে গিয়ে দেখা গেল নিজেরাই অন্তঃসার শূন্য। গ্রুপ পর্ব থেকেই বিদায়ের প্রহর গুনছে তারা এখন। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার রাতে যখন বিরাট কোহলিদের লজ্জাজনক পরাজয়ের ঢংকা বাজছিল, ঠিক তখনই কোনো এক বেরসিক ভক্ত মোবাইলে একটি ছবি তুলে পোস্ট করে দিলেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
দূর থেকে জুম করে তোলা সেই ছবি কিছুটা ঝাপসা হয়ে উঠেছে। তবুও স্পষ্ট দেখা যাচ্ছে, নিজেকে সামলাতেই হিমশিম খাচ্ছেন ভারতের কোচ রবি শাস্ত্রি। এক সময় দেখা গেল, গভীর ঘুমে তলিয়ে গেলেন ভারতীয় দলের প্রধান কোচ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতে না হতেই বিরাট কোহলিদের চেয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের সকল ক্ষোভের ঢেউ যেন আছড়ে পড়ছে এখন রবি শাস্ত্রির দিকে।
সোশ্যাল মিডিয়ার প্রতিটি ফ্লাটফর্মেই (টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম) ছড়িয়ে পড়েছে সেই ছবি। সঙ্গে শাস্ত্রির আরও কিছু হতাশাজনক ছবি ছড়িয়ে পড়েছে। সবাই তীব্র কটাক্ষ করছেন শাস্ত্রিকে। শাস্ত্রীর অধীনে ভারত এর আগেও একাধিক আইসিসি টুর্নামেন্টের নকআউট স্টেজে ব্যর্থ হয়েছে। ভারতীয় সমর্থকরা বারবার দলের খারাপ পারফরম্যান্সের দায় তার ওপরই চাপিয়েছে।
এবারও সেই ধারাই বজায় থাকল। কয়েকজন তো মজার ছলে শাস্ত্রিকে ধারাভাষ্যকারের কাজে ফিরে যেতে বললেও, কয়েকজন আবার তাকে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ করেন।এর আগেও রবি শাস্ত্রির নেশার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম দেখা গিয়েছে। তবে এবার দেশের মানুষের মন ভেঙে যাওয়ায় আক্রমণ আরো তীব্রতর হবে, সেটাই স্বাভাবিক।