যদিও এই ম্যাচে বাংলাদেশের (Bangladesh) অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan) বড় নজির গড়লেন৷ তিনি লসিত মালিঙ্গার (Lasith Malinga) রেকর্ড (Shakib Record) ভাঙলেন৷ এতদিন অবধি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন লাসিত মালিঙ্গা, স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মালিঙ্গাকে সরিয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন বাংলাদেশের শাকিব আল হাসান (Shakib Al Hasan)৷
advertisement
স্কটল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেট
বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান স্কটল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন৷ এরফলে ৮৯ টি টোয়েন্টি ম্যাচে ১০৮ উইকেট নেন৷ শ্রীলঙ্কার তারকা বোলার মালিঙ্গা এর আগে টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১০৭ উইকেট নিয়েছিলেন৷ শাকিব একমাত্র ক্রিকেটার যিনি এই ফর্ম্যাটে ১০০ -র বেশি উইকেট নিয়েছেন এবং ১০০০ রান করেছেন৷
আরও পড়ুন - আজব গজব! Baloon World Cup হয় জানতেন, অংশ নিল বিশ্বের তাবড় শক্তিধর দেশ দেখুন Photos
আরও দেখুন - Video: রাজ্যে কি তবে খুলতে চলেছে স্কুল-কলেজ? কী বললেন শিক্ষামন্ত্রী? শুনুন...
ম্যাচ চলাকালীন তিনি রিচার্ড বেরিংটনকে আউট করে মালিঙ্গার সঙ্গে একসারিতে চলে আসেন৷ এরপর আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাইকেল লিস্কের উইকেট নিয়েমালিঙ্গাকে পিছনে ফেলে দেন৷
টি টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথম স্থানে এই মুহূর্তে বাংলাদেশের শাকিব আল হাসান, দু নম্বরে শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা এবং তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি৷ তিনি এখনও অবধি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে ৯৯ উইকেট করে নিয়েছেন৷