TRENDING:

'রোহিত শর্মা, দেখে নেব...'! পাকিস্তানি বোলারের হুঙ্কার, জমে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

Last Updated:

India vs Pakistan Match: স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় আমির বলেন, রোহিত শর্মা বিশ্বমানের ক্রিকেটার। ও সেট হয়ে গেলে থামানো মুশকিল। তখন ওকে বোলিং করা খুবই কঠিন কাজ। ও বিপজ্জনক ব্যাটার। বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচের আর মাত্র আধ ঘণ্টা বাকি। আজ রাত ৮টায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দারুণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
advertisement

সারা বিশ্বের ক্রিকেটভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ম্যাচের জন্য। এই ম্যাচে জয়ের জন্য দুই দেশের খেলোয়াড়দের উপর রয়েছে বিরাট চাপ। এদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কথা বলেছেন পাকিস্তানের ফাস্ট বোলার মহম্মদ আমির।

বাঁহাতি ফাস্ট বোলার মহম্মদ আমির অবসর থেকে ফিরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন। ভারত-পাকিস্তান মেগা-ম্যাচের আগে হিটম্যানের প্রশংসা করেছেন তিনি। আবার হুঙ্কারও ছেড়ে রেখেছেন।

advertisement

আরও পড়ুন- Ind vs Pak: সামনে প্রতিপক্ষ পাকিস্তান, নিজের দলের স্ট্র্যাটেজি একেবারে ফাঁস

স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় আমির বলেন, রোহিত শর্মা বিশ্বমানের ক্রিকেটার। ও সেট হয়ে গেলে থামানো মুশকিল। তখন ওকে বোলিং করা খুবই কঠিন কাজ। ও বিপজ্জনক ব্যাটার। বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন তিনি।

নিজের বিধ্বংসী বোলিংয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের চমকে দেওয়া আমির ভারতীয় অধিনায়ক রোহিত সম্পর্কে বলেছিলেন, ‘ও যখন ফর্মে থাকে আউট করা কঠিন। তবে ওকে আউট করার কৌশল জানি। সময় মতো দেখে নেব। ওকে শুরুতেই আউট করার সুযোগ তাকে। শুরুতেই ওকে এলবিডব্লিউ করার সুযোগ থাকে। কিন্তু ও যদি ১৫-২০ বল খেলে ফেলে তা হলে বিপজ্জনক হতে পারে।

advertisement

আরও পড়ুন- ৬-১! বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান, ২ জনকে ভয়! ভারতের টিম কেমন হবে দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রোহিত শর্মার রেকর্ড কিন্তু মহম্মদ আমিরের বিরুদ্ধে খারাপ। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আমিরের ৭ বল মোকাবিলা করেছেন রোহিত। মাত্র এক রান করেছেন। ২ বার আউট হয়েছেন। তবে আরও একজন পাক বোলারের বিরুদ্ধে রোহিত শর্মার রেকর্ড খারাপ। তিনি শাহিন শাহ আফ্রিদি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'রোহিত শর্মা, দেখে নেব...'! পাকিস্তানি বোলারের হুঙ্কার, জমে গেল ভারত-পাকিস্তান ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল