আমেরিকার পক্ষ থেকে টি টোয়েন্টি ইন্টারন্যাশানাল খেলা ক্রিকেটারের কথা বলার যে টি টোয়েন্টি আন্তর্জাতিকে খেলেন মোট ২৭ জন ক্রিকেটার৷ তার মধ্য ৭ জন ক্রিকেটার এমন যাঁরা ভারতে জন্মেছেন পরে আমেরিকায় গিয়েছেন৷ এতে রয়েছেন পঞ্জাবের জসকরণ মালহোত্রা, গুজরাতের মোনক পটেল, মহারাষ্ট্রের সুশান্ত, গুজরাতের নিসর্গ, মহারাষ্ট্রের সৌরভ, পঞ্জাবের কে সনি আর গুজরাতের তিমিল পটেল রয়েছেন৷ এছাড়া ২ থেকে ৩ ক্রিকেটার এমন আছেন যাঁদের বাবা-মা বহু বছর আগে ভারত থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন৷
advertisement
আরও পড়ুন - T20 World Cup 2024: খেলবে আমেরিকা-ওয়েস্টইন্ডিজ, থাকছে নানা নিয়মকানুন, জানুন
ওয়েস্টইন্ডিজ আর পাকিস্তানের ক্রিকেটাররা সামিল
আমেরিকার টি টোয়েন্টি -র ওয়েস্টইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের ক্রিকেটাররাও আছে৷ অনেক ক্রিকেটার যাঁরা নিজের দেশের জন্য খেলতে সুযোগ পান না তাঁরা অনেক সময়েই আমেরিকায় নিজের ভাগ্য পরীক্ষা করেন৷ সেখানের জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হয় তাঁদের৷ তারপরেই আমেরিকার দলের জন্য খেলতে পারবেন সেই সব ক্রিকেটাররা৷ আমেরিকার দল ২০১৯ সালে টি টোয়েন্ট ও একদিনের ক্রিকেট খেলার মান্যতা পেয়েছে৷ এখনও অবধি আমেরিকা অ্যাসোসিয়েট সদস্য, টেস্ট খেলার মান্যতা তারা পায়নি৷
উন্মুক্ত খেলতে পারেন
ভারতে অনুর্ধ্ব ১৯ দলে খেতাব জয়ী দলের অধিনায়র উন্মুক্ত চাঁদ ইতিমধ্যেই আমেরিকায় চলে গিয়েছেন৷ তিনি গত বছর মাইনর লিগে খেলেছেন৷ সেখানে তিনি যদি ভাল ব্যাট করেন তাহলে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন৷
অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত শতরানের তালিকায় থাকা দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন আমেরিকার দলে যোগ দিয়েছেন৷ এছাড়া ইংল্যান্ড ২০১৯ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দল শামিল হয়েছেন৷ জোরে বোলার লিয়াম প্ল্যাঙ্কেটও আমেরিকায় রয়েছেন৷ ফলে তাঁকেও বিশ্বকাপের দলে খেলতে দেখা যেতে পারে৷
