টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্য়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুত ম্য়াচ খেলতে নেমেছিল জিম্বাবোয়ে ক্রিকেট দল। সেখানেই দলের ১১ জন বোলারকে ব্য়বহার করে নজির গড়লেন জিম্বাবোয়ে অধিনায়ক ক্রেইগ এরভিন। গ্রুপ পর্বের ম্য়াচ খেলতে নামার আগে দলের সব বোলারকে পরীক্ষা করে নেওয়ার জন্য়ই এই পন্থা নেন এরভিন। যদিও অনুশীলন ম্য়াচ হওয়ায় এই কীর্তি রেকর্ড বুকে জায়গা পাবে না।
advertisement
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক ৯ জন করে বোলার ব্যবহার করেছে পাপুয়া নিউগিনি, ডেনমার্ক এবং কেম্যান আইল্যান্ড। রেকর্ড বুকে না উঠলেও জিম্বাবোয়ের অধিনায়কের কীর্তি সোর গোল ফেলে দিয়েছে। ম্য়াচে ৯ জন বোলার ২ ওভার করে বোলিং করেছেন। ২ জব বোলার করেছেন ১ ওভার করে। অধিনায়ক এরভিন ছাড়া, রেগিস চাকাবভা, টনি মুনয়োঙ্গা এবং ক্লাইভ মাদান্দে বাদে সকলেই বোলিং করেছেন।
প্রসঙ্গত, ম্য়াচে প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন কুশল মেন্ডিস। রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানকরে জিম্বাবোয়ে। সর্বোচ্চ ৪২ রান করেন ওয়েসলি মাধেভেরে। ৩৩ রানে ম্য়াচ জেতে শ্রীলঙ্কা।