তবে শুধু ইংল্যান্ড প্রাক্তন অধিনায়কদের সঙ্গে একই আসনে বিরজামান হলেন বাটলার তেমনটা নয়। প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনির সঙ্গেও একাধিক মিল রয়েছে জস বাটলারের। ২০০৭ সালে দেশকে প্রথম টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন ধোনি। ফাইনালে পাকিস্তানকে হারিয়েই বিশ্বজয় করেছিল ধোনির টিম ইন্ডিয়া। আর এই প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েই চ্যাম্পিয়ন করলেন জস বাটলার। ফাইনালে হারালেন সেই পাকিস্তানকেই।
advertisement
আরও পড়ুনঃ কোহলি বনাম বাবরের মধ্যে কে 'বিরাট', প্রমাণ হয়ে গেল টি-২০ বিশ্বকাপে
এছাড়াও আরও একটি মিল রয়েছে জস বাটলার ও এমএস ধোনির মধ্যে। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দুই ফর্ম্যাটেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছিলেন এমএস ধোনি। ২০০৭ টি২০ ও ২০১১ একদিনের বিশ্বকাপ। জস বাটলারও একই কৃতিত্ব অর্জন করলেন। ২০১৯ একদিনের বিশ্বকাপ জয়ের পর ২০২২ টি-২০ বিশ্বকাপ জিতলেন বাটলার। তবে ধোনি দুটি বিশ্বকাপই অধিনায়ক হিসেবে জিতেছিলেন। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে সেই সুযোগও থাকছে বাটলারের কাছে।