প্রতিপক্ষ নেদারল্যান্ড হলেও ম্যাচ হাল্কাভাবে নিতে নারাজ ভারত। তাই সিডনি পৌছেই অনুশীলনে নেমে পড়েছিল মেন ইন ব্লুরা। তবে ঐচ্ছিক অনুশীলন ছিল। অংশ নেননি সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং মহম্মদ শামি। বুধবার পুরো দল অনুশীলন করে। নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে।
নেদারল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে। প্রথম ম্যাচে ব্যাটে-বলে অতিরিক্ত চাপ নেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া দলের বোলিং লাইনেও পরিবর্তন করা হতে পারে। দীনেশ কার্তিকের বদলে সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। প্রথম ম্যাচে বল হাতে ব্যর্থ অক্ষর প্যাটেলকে বসতে হতে পারে। সেই জায়গায় দে আসতে পারেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। সুযোগ আসলে তা লুফে নিতে তৈরি চাহলও।
advertisement
এছাড়া নেদারল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। বিরাট কোহলির ফর্ম স্বস্তি দিলেও দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে দলের পুরো টপ অর্ডার যাতে ছন্দে আসে সেটাই চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে নেদারল্যান্ড ম্যাচে জিতে লিগ টেবিলের টপে ওঠাই লক্ষ্য রোহিত শর্মা-রাহুলদের।
আরও পড়ুনঃ জঘন্য খাবার, মুখেই তুলতে পারলেন না ক্রিকেটাররা! রেগে সিডনির হোটেলে ফিরলেন বিরাট, রোহিতরা
অপরদিকে, নেদারল্যান্ড প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে হারলেও লড়াই দিয়েছিল। বিশেষ করে বোলিং লাইনে পল ভ্যান মিকেন, ব্যাস ডি লিড সহ অন্যান্য সকলেই ভালো পারফর্ম করেছিলেন। কিন্তু ব্যাটিং লাইনের ভরাডুবি চিন্তায় রেখেছে ডাচদের। একমাত্র কলিন অ্যাকারম্যান ছাড়া কোনও নেদারল্যান্ড ব্যাটারই রান পাননি। গত ম্যাচের ভুল-ত্রুটি শুধরে ভারতের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত নেদারল্যান্ড।