দৈনিক ভাস্করে প্রকাশিত খবর অনুযায়ি আমেরিকা ও কানাডা থেকেও ফ্যানরা আসছেন৷ তাঁরা বিশ্বকাপের প্যাকেজ কিনে আসছেন৷ দুবাইয়ের ট্রাভেল এজেন্সিগুলি এক স্টারওয়ালা ৫০০ প্যাকেজ শুরু করেছেন৷ এগুলি সব বুকিং করেছেন৷ একটি প্যাকেজ ৪০,৭০০ টাকার হয়েছে৷ বিভিন্ন রেস্তোঁরা ও বার ভারত -পাকিস্তান ম্যাচে বিভিন্ন অফার দিচ্ছে৷ একটি গ্রুপের চেয়ার ম্যান লাকি ড্র তে ১০০ শ্রমিকের জন্য টিকিট দিচ্ছেন৷
advertisement
আরও পড়ুন - Karva Chauth 2021: মেহেন্দি ছাড়া কড়বা চৌথের ব্রত অসম্পূর্ণ, রইল সধবাদের মনপসন্দ ডিজাইন
এখন আর টিকিটও (Ind vs Pakistan Match Ticket) পাওয়া যাচ্ছে না৷
প্রথম আধঘণ্টায় ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়৷ বিভিন্ন ওয়েবসাইট এবার নির্ধারিত মূল্যের থেকে ৪-৫ গুণ দামে টিকিট বিক্রি হচ্ছে৷ সবচেয়ে দামি টিকিটের মূল্য (Ticket Price) ২ লক্ষ টাকা৷ যা সাধারণ দামের টিকিটের থেকে ৩৩৩ গুণ বেশি৷ আলাদা স্ট্যান্ডের আলাদা আলাদা টাকার টিকিট৷ সবচেয়ে কম টাকার টিকিট ১২,৫০০ টাকা৷ এছাড়া ৩১, ২০০ টাকার প্রিমিয়াম টিকিট এবং ৫৪,১০০ টাকার প্ল্যাটিনাম স্ট্যান্ডের টিকিট রয়েছে৷
আরও পড়ুন - Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
বিজ্ঞাপনের রেটও থাকবে অনেক বেশি
মিডিয়া রিপোর্ট অনুযায়ি টিভিতে বিজ্ঞাপনের রেটও চড়চড় করে বাড়ছে৷ ১০ সেকেন্ডের স্লট ২৫ থেকে ৩০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে৷ এত দামে কোনওদিন বিজ্ঞাপন বিক্রি হয়নি৷