কিন্তু বিপদে ফেলতে পারে পারথের দ্রুত ও বাউন্সি পিচ৷ দক্ষিণ আফ্রিকার পেসরারা ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে৷ এছাড়াও ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এক ব্যাটসম্যানও একাই গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন৷ ৬ বছর বাদে তিনি দলে ফিরেছেন৷ আর ফিরেই বিপক্ষের ওপর একেবারে ভয়ানক বিষাক্ত হয়ে উঠছেন৷
advertisement
এই ক্রিকেটার হলেন রিলো রুসো৷ রিলো রুসো এই মুহূর্তে জবরদস্ত ফর্মে রয়েছেন৷ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি ১০৯ রানের এই বিধ্বংসী ইনিংস খেলেন৷ তিনি ফ্রান্সের গুস্তাব ম্যাককয়েন টি টোয়েন্টিতে লাগাতার ২ টি শতরান করার পর দ্বিতীয় ক্রিকেটার হলেন যিনি এই কৃতিত্ব অর্জন করলেন৷ তিনি ভারতের বিরুদ্ধে ইনদওরে টি টোয়েন্টি শতরান করেছিলেন৷ তিনি দক্ষিণ আফ্রিকা দলে ফেরার পর তাঁর ব্যাট একেবারে শান দেওয়া তলোয়ারের মতো বিপক্ষকে কচুকাটা করছে৷ গত ৭ টি ইনিংসে তিনি ২ টি শতরান এবং একটি অর্ধ শতরান করেছেন৷
তিনি ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি শতরান করার আগে জুলাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৯৬ রান করেছিলেন৷ মাত্র ৪ রানের জন্য সে বার শতরান মিস হয়েছিল৷
রুসো সব শতরানই ২০১৯ -র পরে করেছেন
টি টোয়েন্টিতে তিনি এখনও অবধি ৫ টি শতরান করেছেন৷ পাঁচটিই ২০১৯-র পরে করেছেন৷ এখনও অবধি তিনি ৩৯ গড়ে, ১৫৭ স্ট্রাইকরেটে রান করেছেন৷ ২০১৯ -র আগে তাঁর গড় ছিল ২৬ এবং স্ট্রাইকরেট ছিল ১৩১৷ অর্থাৎ গত ৩ বছরে তাঁর খেলাই একেবারে বদলে গেছে৷ তাই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভারতীয় দলকে রুসোর মারাত্মক আতঙ্ক থেকে বাঁচতে হবে৷
