TRENDING:

শারজায় সচিন-ঝড় মনে আছে? কেন সেদিন রূদ্রমূর্তি ধারণ করেছিলেন তিনি

Last Updated:

কেন এত ক্ষেপেছিলেন সচিন? তা আজ বিস্মৃত হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমীই। চলুন হাঁটা যাক সেই স্মৃতির সারণীতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৯৯৮ সালের ১৩ নভেম্বর। কোকাকোলা চাম্পিয়ানশিপের শারদা ম্যাচে সচিন তেন্ডুলকরের রণং দেহি মূর্তি ক্রিকেটপ্রেমীরা আমৃত্যু ভুলতে পারবে না এ কথা হলফ করে বলা যায়। শান্ত, নম্র স্বভাবের মানুষটার এমন আগ্রাসী দেখেনি আগে দেখেননি সতীর্থই। কিন্তু কেন এত ক্ষেপেছিলেন সচিন? তা আজ বিস্মৃত হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমীই। চলুন হাঁটা যাক সেই স্মৃতির সারণীতে।
advertisement

সিরিজটা ছিল ত্রিদেশীয়। আগেই বাদ পড়ে যায় শ্রীলঙ্কা। পরে একটি নিয়মরক্ষার ম্যাচে সচিনকে মাত্র ১১ রানে ফেরান ওলঙ্গা। সচিন বরাবরই বিনম্র্। কিন্তু সেদিন তাঁকে আউট করার পরে ওলঙ্গার হাবভাব হজম হয়নি মাস্টার ব্লাস্টারের। পরের ম্যাচে সেই কারণেই শুরু হয় তাণ্ডব। সেই ম্যাচে ১৯৬ করেছিল জিম্বাবোয়ে। ব্যাট করতে নেমে সচিন-সৌরভ জুটি হেসেখেলে সেই রান তুলে দেন। সচিন করেন ১২৪। সৌরভের রানসংখ্যা দাঁড়ায় ৬৩। গোটা ইনিংসটায় ওলঙ্গার প্রতিটি বলেই চার বা ছয় মারার চেষ্টায় ছিলেন সচিন। হতাশ হয়ে হাল ছেড়ে দেন ওলঙ্গা। দেখুন সেই যুদ্ধের ভি়ডিও-

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের শুরুতেই দিঘায় জমজমাট ক্রিকেট ফেস্টিভ্যাল, পর্যটকরাও থমকে দেখছেন টানটান খেলা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
শারজায় সচিন-ঝড় মনে আছে? কেন সেদিন রূদ্রমূর্তি ধারণ করেছিলেন তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল