TRENDING:

ভারতীয় বোলিং ক্রমশ দুশ্চিন্তা বাড়াচ্ছে, বিশ্বকাপের আগে ভয় পাচ্ছেন গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar believes not being able to defend big score always been India problem and concerned for ODI World Cup. ভারতীয় বোলিং ক্রমশ দুশ্চিন্তা বাড়াচ্ছে, বিশ্বকাপের আগে ভয় পাচ্ছেন গাভাসকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দারাবাদ: বছরের শেষে নভেম্বরে দেশের মাটিতে হবে একদিনের বিশ্বকাপ। তার আগে একাধিক সিরিজ খেলে নিজেদের দলকে সেট করে নেওয়াই লক্ষ্য ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অত্যধিক পরীক্ষার নিরীক্ষা করতে গিয়ে ডুবতে হয়েছিল দলকে। সেই ভুল যাতে একদিনের বিশ্বকাপে না হয় এখন থেকেই সতর্ক বিসিসিআই। রোহিত শর্মাকে অধিনায়ক রেখে মোটামুটি একটা ১৫ জনের দল সবসময় ধরে রাখতে চাইছে ভারতীয় বোর্ড।
নিউজিল্যান্ডকে হারালেও ভারতের বোলিং নিয়ে খুশি নন গাভাসকার
নিউজিল্যান্ডকে হারালেও ভারতের বোলিং নিয়ে খুশি নন গাভাসকার
advertisement

ব্যাটিং অর্ডার খুব একটা পরিবর্তনের পক্ষে নয় তারা। কিন্তু ভারতের সবচেয়ে দুর্বল জায়গা মনে হচ্ছে বোলিং। এটা নিয়েই চিন্তিত সুনীল গাভাসকার। গাভাসকার মনে করেন বিশাল টার্গেট তৈরি করেও সেটা ডিফেন্ড করতে না পারা বা প্রতিপক্ষ দলকে নিজেদের বোলিং দিয়ে চাপে রাখতে না পারা ভারতের পুরনো দুর্বলতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২ রানে জিতলেও সেটা আবার প্রমাণ হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন - হকি বিশ্বকাপে আজ ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল লক্ষ্য ভারতের

১৩০ রানে ছয় উইকেট হারানোর পর বড়জোর ২০০ অথবা ২২০ রানে শেষ হয়ে যাওয়া উচিত ছিল ব্ল্যাক ক্যাপ্সদের ইনিংস। সেটা হয়নি। উল্টে ব্রেসওয়েল এবং স্যান্টনার নিলে প্রায় জিতিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। এটা একেবারেই হওয়া উচিত ছিল না বলে মনে করেন সানি। বোলিংয়ে সিরাজ ছাড়া আর কেউ বিপক্ষকে চাপ দিতে পারেননি।

advertisement

হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন - যেভাবে শেষদিকে ব্রেসওয়েল সবাইকে পিটিয়েছেন, তাতে আশঙ্কার কালো মেঘ দেখতে পাচ্ছেন সানি। তার মত যে দল বিপক্ষের ছয় উইকেট পড়ে যাওয়ার পর বাকি চার উইকেট ফেলতে এত রান খরচ করে, বিশ্বকাপে তাদের হাল খারাপ হতে পারে। এটা নিয়ে কোচ রাহুল দ্রাবিড় এবং বোলিং কোচ পরশ মামরেকে আরও চিন্তা করার প্রয়োজন আছে।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এমনকি শামিও মার খেয়েছেন শেষদিকে। এক্ষেত্রে একদিনের বিশ্বকাপে ভাল কিছু করতে গেলে জসপ্রীত বুমরাহর তাড়াতাড়ি ফিট হওয়া অত্যন্ত জরুরি। বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিককে আরও ভাল করে নিজেকে মেলে ধরতে হবে। সব সময় টস জিতে রান তাড়া করার সুযোগ আসবে বিশ্বকাপে এমন হবে না। তাই কিভাবে রান বাঁচাতে হয় সেটা শিখে নিতে হবে ভারতকে।

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় বোলিং ক্রমশ দুশ্চিন্তা বাড়াচ্ছে, বিশ্বকাপের আগে ভয় পাচ্ছেন গাভাসকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল