হকি বিশ্বকাপে আজ ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল লক্ষ্য ভারতের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
India looking to have big margin win against Wales at Hockey World Cup for direct quarter final. হকি বিশ্বকাপ ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল লক্ষ্য ভারতের
#ভুবনেশ্বর: ওড়িশায় আয়োজিত ২০২৩ হকি বিশ্বকাপ বেশ ভাল স্থানেই আছে ভারত। প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে এবং পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে ড্র করে পুল ডি এর দ্বিতীয় স্থানে আছে। এখন ওয়েলসের বিরুদ্ধে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলাই লক্ষ্য হরমনপ্রীত সিংদের। পুল ডিতে স্পেনের মুখোমুখি হয়েছিল ভারত প্রথম ম্যাচে।
সেখানে অনায়াসে জয়লাভ করে পয়েন্ট জোগাড় করে। হার্দিক সিং বা দিক থেকে উঠে একটি অসাধারণ একক গোল করেছিলেন। পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কষ্টার্জিত ড্র করে ভারত। স্পেনের বিরুদ্ধে ভারত খেলেছিল কলিঙ্গ স্টেডিয়ামে এবং ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বিরসা মুন্ডা স্টেডিয়ামে।
advertisement
advertisement
গ্রুপ ডি থেকে একটি মাত্র দল সরাসরি কোয়ালিফাই করতে পারে কোয়ার্টার ফাইনালের জন্য। গ্রুপ ডিকে বলা হচ্ছে এইবারের বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ, যেখানে আছে স্পেন, ইংল্যান্ড, ভারত এবং ওয়েলস। ভারত এবং ইংল্যান্ড উভয়েরই এখন ঝুলিতে ৪ পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানের জন্য শীর্ষে আছে ইংল্যান্ড।
It's time to relive the Odisha energy as Team India takes on Wales tonight. 🤩 Show your support for #MenInBlue 💙#IndiaKaGame #HockeyIndia #HWC2023 #StarsBecomeLegends @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI pic.twitter.com/yVaGHpZvt4
— Hockey India (@TheHockeyIndia) January 19, 2023
advertisement
ভারত যে ম্যাচে স্পেনকে ২-০ ব্যবধানে হারায়, সেখানে ইংল্যান্ড ওয়েলসকে ৫-০ এর ব্যবধানে হারিয়েছে। ভারতকে কোয়ার্টার ফাইনালের জন্য সরাসরি ছাড়পত্র পেতে হলে বেশ কয়েকটি শর্ত আছে। ভারতকে ওয়েলসকে বড় গোলের ব্যবধানে হারাতেই হবে। অন্যদিকে স্পেন যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, এবং ওয়েলসকেও বড় ব্যবধানে হারায় তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ হয়ে যাবে।
advertisement
যদি ইংল্যান্ড স্পেনের কাছে হেরে যায় বা ড্র করে, তাহলে ভারতের ওয়েলসকে হারালেই হবে, গোল ব্যবধান মূল্যহীন। কিন্তু ইংল্যান্ড স্পেনকে হারালে, ভারতেরও ওয়েলসকে হারাতে হবে, এতটাই বড় ব্যবধানে যাতে ইংল্যান্ডের গোল ব্যবধানকে টপকে যায়।
ভারত বনাম ওয়েলস
( সন্ধ্যা সাতটা, স্টার স্পোর্টস ফার্স্ট)
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 1:10 PM IST