কয়েক মাস আগেই সুনীল ছেত্রীর একমাত্র গোলে ভানুয়াতুকে পরাস্ত করে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রবেশ করেছিল ভারত। পরে কাপও জেতে ভারত। কলিঙ্গ স্টেডিয়ামে শেষ মুহূর্তে জ্বলে উঠেছিলেন কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে থাকা সুনীল। আর গোল করার পরেই সুখবর দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
আরও পড়ুন: অসহ্য গরমের অস্বস্তি কাটবে ২৪ ঘণ্টায়, ফের কাঁপিয়ে বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়? আবহাওয়ার বড় খবর
advertisement
সোনম বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন৷ স্বামী সুনীল ছেত্রী স্ত্রী-র এই ক্রিটিক্যাল সময়ে পাশে থাকতে চেয়ে জাতীয় দলের থেকে ছুটি নিয়েছেন৷ মাঠে দাঁড়িয়ে জার্সির ভিতর ফুটবল ঢুকিয়ে গ্যালারিতে থাকা স্ত্রীর দিকে তাকিয়ে ঘোষণা করেছিলেন বাবা হতে চলেছেন, স্ত্রী সন্তানসম্ভবা।
আরও পড়ুন: দারুণ খবর! আয়ু বাড়ল চন্দ্রযান ৩-এর, প্রোপালশন মডিউলে বেঁচে গিয়েছে ১৫০ কেজি জ্বালানি
সুনীলের গোল যেমন সমস্ত সমর্থকদের আনন্দিত করেছিল, পরে কাপ জয়। তেমনই ছেত্রীর সেলিব্রেশন সকলকে আনন্দিত করেছিল সেদিন। বৃহস্পতিবার সেই আনন্দ দ্বিগুণ হল তাঁর পরিবার-পরিজন ও ভক্তদের জন্য। গোটা টুর্নামেন্টে কোনও গোল না হজম করে চ্যাম্পিয়ন এবার ছেলের বাবা হলেন।