Weather Update: অসহ্য গরমের অস্বস্তি কাটবে ২৪ ঘণ্টায়, ফের কাঁপিয়ে বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়? আবহাওয়ার বড় খবর
- Published by:Raima Chakraborty
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলায়।
advertisement
advertisement
advertisement
উত্তর বঙ্গোপসাগরে ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আর্দ্রতাজনিত অস্বস্তির চরমে উঠবে। দুই এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। খুব সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
advertisement
advertisement
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
ওড়িশা, ছত্রিশগড়, তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অসম ও মেঘালয়ে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে সিকিম, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কড়াইকালে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া কর্ণাটকে। ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। গরম ও অস্বস্তি করা আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশের নাম এবং রয়েলসীমাতে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)