আগামী ২ রা, ৩ রা মার্চ দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে ১১ টি দেশ অংশগ্রহণ করছে। এই প্রথমবার শুটিং বল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার শুটিং বল ওয়ার্ল্ড কাপের আসরে বাংলা একমাত্র খেলোয়াড় রনিতা সরদার। এতে পরিবার আত্মীয় পরিজন এবং তার প্রশিক্ষক অনিমেষ নস্কর, দেবযানী নস্কর দারুন খুশি।
আরও পড়ুন: বড় খবর দিল রেল! বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক!
advertisement
সকলেই শুভকামনা জানিয়েছেন। প্রত্যন্ত গ্রামে বাস করে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিশ্বকাপ দলের সুযোগ পাওয়া মোটেও সহজ নয়। রনিতা’ র বাবা একজন জরির কাজের কারিগর। জরির কাজে বাজার মন্দ, এই কাজ করে পরিবারের খাবার খরচ যোগানো দায়। তার উপর মেয়ের খেলার খরচ চ্যালেঞ্জই বটে।
নানা প্রতিবন্ধকতার বেড়াজাল কাটিয়ে বিশ্বমঞ্চে রনিতা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এতেই পরিবারের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি গিয়েছে মুছে। অর্থনৈতিক অভাব অনটন সঙ্গী তাদের। তবে কোনও ভাবেই থমকে পড়েনি রনিতা ও তার পরিবার।
শৈশব থেকেই খেলার প্রতি ভীষণ মনোযোগী সে। স্কুলে হাই জাম্প, লং জাম্প বা দৌড়ের মত প্রতিযোগিতায় বরাবরই সফলতা মিলেছে তার। শিক্ষক শিক্ষিকার পরামর্শে ‘ নলপুর স্পোর্টস ‘ একাডেমিতে পঞ্চম শ্রেণি থেকে শুটিং বল প্রশিক্ষণ শুরু।
দীর্ঘ প্রায় ছয় বছর নিরলস অনুশীলনের পর এই সুযোগ।এ প্রসঙ্গে রনিতা সরদার জানায়, বাবা-মা এবং প্রশিক্ষক অনিমেষ নস্কর ও দেবযানী নস্করের অবদান প্রচুর। হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। গ্রামের মাঠে নিজেকে আরও বেশি করে ঝালিয়ে নেওয়ার সকাল-বিকাল অনুশীলন চলছে। সে আরও জানায়, বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াই করব।
রাকেশ মাইতি