প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বর্তমানে দক্ষতার সঙ্গে ফুটবল খেলা পরিচালনা করছে পশ্চিম মেদিনীপুরের এক মেয়ে। চলতি মরশুমে দশের বেশি খেলা পরিচালনা করেছেন তিনি।
আরও পড়ুন – Hindu Mandir: ‘বিশ্বাসে মিলায়ে বস্তু’, এই মন্দিরে এসে চাইলে ফেরান না মা, লোটাদেবীর মন্দিরে ভক্তের ঢল
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার প্রত্যন্ত এক গ্রামে সামান্য দিন আনা দিন খাওয়া পরিবারের জন্ম তর্জুনা মন্ডলের। ছোট থেকেই নেশা ফুটবলের প্রতি। তবে পারিবারিক অনটন এবং শারীরিক নানা বাধা বিপত্তির কারণে খেলাও ছাড়তে হয়েছিল এক সময়। তবে ফুটবল প্রাণ তর্জুনা মন থেকে ভুলে যেতে পারেনি ফুটবলকে। এরপর শুরু হয় ঘুরে দাঁড়ানোর লড়াই।
advertisement
স্কুল জীবন থেকে শুরু হয় তর্জুনার ফুটবল খেলা। এরপর শালবনী জাগরণ, পরে রেফারিতে গোপীবল্লভপুরে প্রশিক্ষণ। পরীক্ষা দিয়ে কলকাতার আইএফএ তে যোগদান। তবে এইকঠিন সময়ের পর আর ফিরে দেখতে হয়নি তাকে। সম্প্রতি অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে কন্যাশ্রী কাব সহ একাধিক খেলার পরিচালনা করেছেন। শুধু একজন রেফারি হিসেবে নয়, দক্ষ ফুটবলার হিসেবে পরিচিত তর্জুনা।
ছোটবেলায় ফুটবল খেলার কারণে নানা কটূক্তি শুনতে হয়েছে। কটূক্তি পেরিয়েও জেলাস্তর, রাজ্যস্তরে পারদর্শিতার সঙ্গে নানা পদক, পুরস্কার জিতেছে সে। তবে সেই পদক, তার ড্রেস বেশ কয়েকবার চুরি হয়ে যায়। দিনের পর দিন তার পরিবারে এসেছে প্রতিবন্ধকতা, কিন্তু থেমে থাকেনি। ফুটবলের মত গতিতে এগিয়ে চলেছে রেফারি তর্জুনা। তার হুইসেলে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে সাহস ফিরে পায় ম্যাচ পরিচালকেরা।
সামান্য দিন আনা, দিন খাওয়া পরিবার থেকে উঠে আজ সফলতার সঙ্গে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এই মেয়ে। সম্প্রতি বেশ কিছু জায়গায় সংবর্ধিত হয়েছে সে। তবে আগামীতে ফুটবল নিয়ে এগিয়ে যেতে চায় তর্জুনা। নিজের লক্ষ্যে অবিচল থেকে আগামী দিনে মেয়েদের ও নিজের ইচ্ছা পূরণের আহ্বান জানিয়েছেন মহিলা এই ফুটবল প্লেয়ার তথা ও রেফারি তর্জুনা।
Ranjan Chanda