TRENDING:

Success Story: বাবা নেই, মা হাসপাতালের সাফাই কর্মী, মেয়ে ফুটবল পায়ে দেশের মুখ উজ্জ্বল করল বিশ্ব দরবারে

Last Updated:

Success Story: সঙ্গীতা আজ গোটা এলাকার গর্ব। সাম্প্রতিক এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ গোল করে ভারতীয় মহিলা দলকে ফাইনালে তুলেছে সে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যাণী: নদিয়া জেলার কল্যাণী গয়েশপুর পৌর এলাকার গান্ধী কোয়ার্টারের মেয়ে সঙ্গীতা আজ গোটা এলাকার গর্ব। সাম্প্রতিক এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ গোল করে ভারতীয় মহিলা দলকে ফাইনালে তুলেছে সে। দীর্ঘদিন পর নিজের জন্মভূমিতে পা রেখেছে সঙ্গীতা। তাই তাকে ঘিরে উৎসবের আবহ গোটা এলাকা জুড়ে—দুর্গা উৎসবের মতোই যেন আরেকটি আনন্দোৎসব নেমে এসেছে গান্ধী কোয়াটারে।
advertisement

শৈশব থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা ছিল সঙ্গীতার। বাড়ির সামনের ক্লাব মাঠেই শুরু হয়েছিল তার খেলার যাত্রা। ছোট্ট সেই মাঠ থেকে আজ আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে সে। সঙ্গীতার বাবা কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন।

আরও পড়ুন – Asia Cup Trophy: সত্যিই কুকুরের লেজের মতোই বেঁকা নকভির দিমাগ! একটা আলমারিতে লক করে রেখে দিয়েছেন এশিয়া কাপ ট্রফি, বিসিসিআই দেবে চরম শাস্তি

advertisement

মা ফুলঝুরি বাসফোর কাজ করেন কল্যাণী গান্ধী হাসপাতালে সাফাই কর্মী হিসাবে। মেয়ের কৃতিত্বে আপ্লুত ফুলঝুরি দেবী বলেন, “ছোটবেলায় ওর খেলাধুলায় ঝোঁক ছিল, কিন্তু মেয়েমানুষ হয়ে ফুটবল খেলবে—এই চিন্তা হত। পরে প্রতিবেশীরাই সাহস দিয়েছিল। আজ গর্বে বুক ভরে যায়।”

উল্লেখ্য, ২০০৩ সালের পর এই প্রথমবার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। ২০২২ সালে আয়োজক হিসেবে খেললেও এবার নিজেদের যোগ্যতায় স্থান করে নিয়েছে ভারত। এর আগে ১৯৮০ ও ১৯৮৩ সালে রানার্স এবং ১৯৮১ সালে তৃতীয় স্থান অধিকার করেছিল ভারতীয় দল। সঙ্গীতার এই সাফল্যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের মহিলা ফুটবল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/খেলা/
Success Story: বাবা নেই, মা হাসপাতালের সাফাই কর্মী, মেয়ে ফুটবল পায়ে দেশের মুখ উজ্জ্বল করল বিশ্ব দরবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল