TRENDING:

Stuart Binny Retirement: আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর ঘোষণা রজার বিনির ছেলে স্টুয়ার্টের

Last Updated:

Stuart Binny announces retirement: ৩৭ বছর বয়সে এসে এবার প্যাড-গ্লাভস তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন মায়ান্তি ল্যাঙ্গারের স্বামী স্টুয়ার্ট বিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ক্রিকেট থেকে অবসর ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির (Stuart Binny) ৷ আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর কথা সোমবার ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির (Roger Binny) ছেলে স্টুয়ার্ট বিনি ৷  ৩৭ বছর বয়সে এসে এবার প্যাড-গ্লাভস তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন বিনি ৷
advertisement

১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য রজার বিনির ছেলে স্টুয়ার্ট ভারতের হয়ে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছয়টি টেস্ট, ১৪টি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ছিলেন অলরাউন্ডার ৷ লোয়ার অর্ডারে নেমে মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংটাও মন্দ করতেন না ৷ তবে পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবেই সেভাবে জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি তিনি ৷

advertisement

আরও পড়ুন- ভাগ্য বদলে দিতে পারে এই লটারি, আজ কোন খেলা? রেজাল্ট জানতে দেখুন

৬ টি টেস্ট খেলে স্টুয়ার্ট বিনির সংগ্রহ ১৯৪ রান ৷ উইকেটে নিয়েছেন মাত্র ৩টি। ১৪টি একদিনের ম্যাচে রান করেছেন ২৩০, উইকেটে নিয়েছেন ২০টি। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে অভিষেক টেস্টে ১১৪ বলে ৭৮ রান করেছিলেন। এ ছাড়া ওয়ান ডে-তে ওই বছরেই বাংলাদেশের বিরুদ্ধে ৪.৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি ৷ ওয়ান ডে-তে ওটাই সেরা কোনও ভারতীয় ক্রিকেটারের বোলিং গড় ৷ তার আগে অনিল কুম্বলে ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন ৷

advertisement

ব্যস বিনির বলার মতো পারফরম্যান্স বলতে এটুকুই ৷ আন্তর্জাতিক ক্রিকেটের থেকে বরং আইপিএলে তুলনায় কিছুটা ভাল পারফরম্যান্স করেছেন তিনি ৷ খেলেছেন আরসিবি, রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৷ জনপ্রিয় ক্রিকেট কমেন্টেটর মায়ান্তি ল্যাঙ্গার (Mayanti Langer) তাঁর স্ত্রী ৷

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, নেইমারের পরিবর্তে মাঠে মেসি, PSG-র জার্সিতে অভিষেক আর্জেন্টাইন সুপারস্টারের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

একটি বিবৃতিতে বিনি এদিন জানান, ‘‘আমি সবাইকে জানাতে চাই প্রথম শ্রেণীর এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর গ্রহণ করছি ৷ এই খেলা আমাকে অনেক আনন্দ দিয়েছে ৷ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে ৷ আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় খেলার সুযোগ পেয়ে গর্বিত আমি ৷’’

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Stuart Binny Retirement: আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর ঘোষণা রজার বিনির ছেলে স্টুয়ার্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল