আরও পড়ুন- ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী, এবার এই শহরেও বিমান পরিষেবা চালু করল সংস্থা
মজা করে এই ট্যুইটটা করলেও তিনি যে বিরক্ত, তা স্পষ্ট ৷ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ইস্তফার পর সম্প্রতি ইস্তফা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধুও ৷ পঞ্জাবের রাজনীতি বেশ ক’দিন ধরেই উথালপাথাল ৷ এই অবস্থায় ফুটবলার অমরিন্দরের এই ট্যুইট খানিকটা হলেও ‘কমিক রিলিফ’ বটে ৷ এতদিন তাঁকেই বিভিন্ন পোস্টে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ভেবে ট্যাগ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম ৷ বেশ ক’দিন ধরে দেখার পর আর চুপ করে থাকেননি ৷ এবার সরাসরি ট্যুইটারে তাঁকে অযথা ট্যাগ না করার জন্য সকলকে অনুরোধ জানান গোলকিপার অমরিন্দর সিং ৷
ফুটবলার অমরিন্দর সিং-কে রিপ্লাই করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-ও ৷ তিনি লেখেন, ‘‘তোমার জন্য দুঃখিত, আমার বন্ধু...৷ ’’