‘স্টপ ক্লক’
আইসিসি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষামূলক ভিত্তিতে ‘স্টপ ক্লক’ চালু করতে সম্মত হয়েছে। ওভারের মধ্যের সময় নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হবে।যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভারটি করার প্রস্তুতি শুরু করতে হবে, ইনিংসে তৃতীয়বার এরকম ঘটলে ৫ রান জরিমানা হবে।
advertisement
আরও পড়ুন – Sara Tendulkar: সারা তেন্ডুলকর রেগে আগুন হয়ে সোশ্যাল মিডিয়ায় , তারপরেই যা হল…
আরও পড়ুন – Dev Uthani Ekadashi 2023 Upay: রাত পোহালেই এই বিশেষ একাদশী, দেবী তুলসীর আরাধনায় উপচে যাবে দাম্পত্য সুখ
এতে কে লাভবান হবে?
ওভারের মধ্যে সময় নষ্ট কমাতে নতুন নিয়ম কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এই নতুন নিয়মে, বোলিং দলকে আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভারটি বল করতে হবে। স্টপ ক্লক নিয়ম অনুসারে, বোলিং দল যদি পরের ওভার শুরু করতে ৬০ সেকেন্ডের বেশি সময় নেয়, তবে বিপক্ষের ব্যাটিং দলকে ৫ রান করে এক্সট্রা দেওয়া হবে। এই নিয়মে ব্যাটিং সাইড উপকৃত হবে, কারণ ক্রিকেটের মতো খেলায় একটি অতিরিক্ত রানও দলের জয় -হার নির্ধারণে ভূমিকা নেয়, এক্ষেত্রে একেবারে পাঁচটি রান অতিরিক্ত যোগ হবে৷
পিচ এবং আউটফিল্ড সংক্রান্ত নিয়মও
আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে পিচ এবং আউটফিল্ড অবজারভেশন নিয়মে পরিবর্তনেরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন যেকোনও ফিল্ডকে সাসপেন্ডও (৫ বছরের মধ্যে) করে দেওয়া হতে পারে৷ যদি ৬ ডিমেরিট পয়েন্ট হয় তাহলেই এই নিয়ম কার্যকর করা হবে৷ পুরনো নিয়ম অনুযায়ী, কোনও মাঠ যদি ৫ বছরের মধ্যে ৫ ডিমেরিট পয়েন্ট পেত তাহলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে তাদের ওপর ব্যান থাকত৷