TRENDING:

Purba Medinipur News: ইচ্ছা থাকলেই উপায় হয়, ইউটিউব দেখে কিক বক্সিং শেখা শুরু আজ রাজ্যস্তরে জিতলেন সোনা

Last Updated:

Purba Medinipur News: গ্রামের ছেলেরাও পারে! রাজ্য কিক বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার পর অনিমেষের স্বপ্ন এখন দেশ জয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর : শুধুমাত্র শহরের ছেলেরা নয়, গ্রামের ছেলেরাও পারে। আর তা প্রমাণ করে দেখাল উপকূলীয় অঞ্চলের এক প্রত্যন্ত গ্রামের ছেলে। পূর্ব মেদিনীপুর জেলার এগরার কসবাগোলা গ্রামের অনিমেষ দে, সম্প্রতি রাজ্য কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সমস্ত প্রতিযোগীকে পিছনে ফেলে স্টেট চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তার লক্ষ্য দেশের মঞ্চ। আগামী ডিসেম্বর মাসে সে অংশ নেবে হিমাচল প্রদেশে অনুষ্ঠিত হতে যাওয়া মিক্সড মার্শাল আর্ট টুর্নামেন্টে। নিজের যোগ্যতা ও পরিশ্রমের জোরে সে এবার দেশজুড়ে নাম করতে চায়।
advertisement

অনিমেষের ছোটবেলা থেকেই বড় হওয়া অত্যন্ত গ্রামের একেবারে সাধারণ পরিবারে। বাবা বিদ্যুৎ দপ্তরে কর্মরত, মা গৃহিণী। পরিবারের একমাত্র ছেলে অনিমেষ ছোটবেলা থেকেই কিছু আলাদা করতে চেয়েছিল। সেই স্বপ্নের দিশা খুঁজে পায় একদিন ‘সুলতান’ সিনেমা দেখে। ছবির বক্সিং দৃশ্য তার মনে জাগায় লড়াই করার তীব্র ইচ্ছে। তারপর থেকেই শুরু হয় তার কিক বক্সিংয়ের পথে হাঁটা।

advertisement

আরও পড়ুন – Gambhir Saves Harshit Rana: গম্ভীরের তেজ তুঙ্গে, ছোট-বড় রেয়াত নেই, লবির লোক না হলেই অপমান, ‘হর্ষিতকে নয় যা বলার আমায় বলুন’ দাগলেন তোপ

প্রথমদিকে কোনও প্রশিক্ষক না থাকায় বাড়ির উঠোনেই শুরু হয় অনুশীলন। ইউটিউব দেখে নিজেই শিখতে থাকে মৌলিক টেকনিক। কিন্তু অল্প দিনেই বুঝে যায়, সাফল্যের জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ প্রশিক্ষকের। তাই এক বন্ধুর সাহায্যে পৌঁছে যায় কলকাতার কিক বক্সিং কোচ কেশব সর্দারের কাছে। সেখানেই শুরু হয় তার কঠোর প্রশিক্ষণ।

advertisement

View More

প্রতিদিন সকালে থেকে বিকেল পর্যন্ত অনুশীলনে নিজেকে তৈরি করতে থাকে অনিমেষ। তার এই নিরলস প্রচেষ্টাই একসময় সাফল্য এনে দেয়।

সম্প্রতি যাদবপুরে অনুষ্ঠিত রাজ্য কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়ে অনিমেষ জিতে নেয় সোনা। গ্রামের ছেলেরা যেখানে সাধারণত খেলাধুলা ছেড়ে অন্য পেশায় ঝুঁকে পড়ে, সেখানে অনিমেষ দেখিয়েছে ইচ্ছে আর পরিশ্রম থাকলে সাফল্য কঠিন নয়।

advertisement

বর্তমানে সে নিউ আলিপুর কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনা ও খেলাধুলা—দুটোই একসঙ্গে সামলাচ্ছে সে।

নিজের ভবিষ্যৎ নিয়ে অনিমেষ বলে, “ছোটবেলা থেকে আমার মধ্যে ইচ্ছে ছিল কিছু আলাদা করার। অনেকেই আমাকে বলেছে গ্রামের ছেলেরা কিছুই পারে না। কিন্তু সুলতান হবে আমার মনে কিকবক্সিং এর অনুপ্রেরণা জাগায়।এখন আমার লক্ষ্য দেশ জয়”

advertisement

তার এই কথাতেই যেন লুকিয়ে আছে নতুন প্রজন্মের অনুপ্রেরণা। গ্রামের মাঠে শোনা যাচ্ছে বক্সিং গ্লাভসের শব্দ। অনিমেষের এই সাফল্য প্রমাণ করেছে—“গ্রামের ছেলে মানেই পিছিয়ে নয়, ইচ্ছা থাকলে সাফল্য আসবেই।”

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Madan Maity

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Purba Medinipur News: ইচ্ছা থাকলেই উপায় হয়, ইউটিউব দেখে কিক বক্সিং শেখা শুরু আজ রাজ্যস্তরে জিতলেন সোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল