Gambhir Saves Harshit Rana: গম্ভীরের তেজ তুঙ্গে, ছোট-বড় রেয়াত নেই, লবির লোক না হলেই অপমান, ‘হর্ষিতকে নয় যা বলার আমায় বলুন’ দাগলেন তোপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Gambhir Saves Harshit Rana: ‘ওর বাবা নির্বাচক নয়, ও নিজের যোগ্যতায় দলে’, হর্ষিত রানাকে বাঁচাতে অল আউট ঝাঁপ গম্ভীরের
: আর কাউকেই রেয়াত করছেন না যাঁকে তাঁকে নিয়ে যা মুখে আসছে তাই বলছেন গৌতম গম্ভীর৷ মঙ্গলবার ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর প্রাক্তন অধিনায়ক কৃষ্ণচারী শ্রীকান্তের প্রতি তীব্র আক্রমণ শানান৷ অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলে ফাস্ট বোলার হর্ষিত রানার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রীকান্ত৷ আর সেই প্রশ্ন তোলাকে লজ্জাজনক বলেছেন গম্ভীর৷ ২৩ বছর বয়সী একজন খেলোয়াড়কে লক্ষ্য করে এরকম আক্রমণ করা যায় না। শ্রীকান্ত তার ইউটিউব চ্যানেলে অভিযোগ করেছেন যে রানা কেবল গম্ভীরের কারণেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তিনি বলেছেন যে রানাকে অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলে নির্বাচিত করা হয়েছিল কারণ সে গম্ভীরের চামচা৷
advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন:‘‘এটা লজ্জাজনক যে কেউ একজন ২৩ বছর বয়সী খেলোয়াড়কে তার নিজস্ব ইউটিউব চ্যানেল চালানোর জন্য টার্গেট করছে। যদি তুমি আমাকে টার্গেট করতে চাও, তাহলে এগিয়ে যাও। আমি এটা সামলাতে পারব, কিন্তু ইউটিউব ভিউয়ের জন্য ২৩ বছর বয়সী একজন তরুণকে ট্রোল করা লজ্জাজনক। তাঁর (রানার) বাবা নির্বাচক নন। তাঁরা নিজেদের যোগ্যতার জোরে দলে জায়গা করে নিয়েছে। এই তরুণ ছেলেদের টার্গেট করো না।’’
advertisement
advertisement
advertisement