রিচার্ডসন অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অস্ট্রেলিয়ার হয়ে ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সীমিত ওভারের ক্রিকেটে তার গতি, সুইং ও বৈচিত্র্য তাকে দলের জন্য নির্ভরযোগ্য বোলারে পরিণত করেছিল। বড় মঞ্চে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতাই ছিল তার বড় শক্তি।
advertisement
বিগ ব্যাশ লিগে কেন রিচার্ডসনের অবদান ছিল অসাধারণ। ১৫টি মরশুমে তিনি মোট ১৪২টি উইকেট শিকার করেন, যা তাকে টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারির আসনে বসিয়েছে। তিনি অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস ও সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন। বিশেষ করে রেনেগেডসের হয়ে ৮০ ম্যাচে ১০৪ উইকেট নিয়ে তিনি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং বিবিএল আট শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।
টি-টোয়েন্টির বাইরে প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটেও রিচার্ডসনের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তিনি ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১০২ উইকেট এবং ৯৮টি লিস্ট এ ম্যাচে ১৫৩টি উইকেট নেন। এছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলাসহ ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির লিগেও অংশ নেন।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে নাটকের পর নাটক! এবার সমস্যায় স্কটল্যান্ড! কী হল সমস্যা? জেনে নিন
কেরিয়ারের শেষ দিকে চোট তাকে ভোগালেও রিচার্ডসন ক্রিকেটপ্রেমীদের মনে নিজের জায়গা ধরে রেখেছেন। সতীর্থ অ্যাডাম জাম্পাসহ অনেক ক্রিকেটার তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মাঠের ভিতর ও বাইরে পেশাদারিত্ব, লড়াকু মানসিকতার জন্য কেন রিচার্ডসন অস্ট্রেলিয়ান ক্রিকেটে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
