টি-২০ বিশ্বকাপে নাটকের পর নাটক! এবার সমস্যায় স্কটল্যান্ড! কী হল? জেনে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় স্কটল্যান্ডকে তাদের বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু বিশ্বকাপ খেলতে আসার আগে ফের নাটক।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় স্কটল্যান্ডকে তাদের বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হঠাৎ এই সুযোগ পাওয়ায় স্কটিশ দলকে খুব অল্প সময়ের মধ্যেই ভারতের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের ভারতীয় ভিসা পাওয়ার বিষয়টি। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দশ দিন বাকি থাকায় সময়ের চাপও রয়েছে।
স্কটল্যান্ড দলের জন্য বিশেষ উদ্বেগের নাম ফাস্ট বোলার সাফিয়ান শরীফ। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও তার বাবা পাকিস্তানি এবং মা ব্রিটিশ-পাকিস্তানি। দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকায় পাকিস্তানি বংশোদ্ভূত অনেক পেশাজীবীর ভারতীয় ভিসা পেতে জটিলতা দেখা যায়। এ কারণেই শরীফের ভিসা পাওয়া নিয়ে আলাদা করে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
advertisement
সাফিয়ান শরীফ স্কটল্যান্ড ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। তিনি এখন পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে ৯০টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং দুই সংস্করণ মিলিয়ে নিয়েছেন ১৯৮টি উইকেট। তার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া বিশ্বকাপে নামতে হলে স্কটল্যান্ড দলের শক্তি অনেকটাই কমে যাবে।
advertisement
ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লাড জানিয়েছেন, ভিসা সমস্যার সমাধানে তারা আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তার মতে, ভিসার বিষয়টি সবসময়ই অনিশ্চিত থাকে, সময় কম হোক বা বেশি। গত ৪৮ ঘণ্টা ধরে তাদের প্রধান লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা।
advertisement
এর আগে যুক্তরাষ্ট্র দলের কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা নিয়ে বিতর্ক তৈরি হলেও পরে জানা যায়, সেটি ছিল শুধু বিলম্ব, বাতিল নয়। স্কটল্যান্ডও আশা করছে, তাদের ক্ষেত্রেও একইভাবে সমস্যা কেটে যাবে। এখন সব নজর ভিসা প্রক্রিয়ার দিকে, যাতে সময়মতো স্কটল্যান্ড দল ভারতে পৌঁছে বিশ্বকাপে অংশ নিতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 1:37 PM IST









