কিন্তু ছোটবেলায় অন্যরকম ইচ্ছে ছিল তার। কর্ণাটকের হয়েই খেলেন সাম্প্রতিক সময়ের ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। বর্তমানে তিনি আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে। তিনিই নাকি বড় হয়ে ক্রিকেটার নন হতে চেয়েছিলেন এয়ারফোর্সের পাইলট!
advertisement
এমন অজানা কাহিনিই শুনিয়েছেন মায়াঙ্ক। যোগ করেন, আমি যখন ছোট ছিলাম প্লেনের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। দারুণ লাগত আমার। সবসময় আমি প্লেন, এয়ারক্রাফ্ট এইসব দেখব বলে খুঁজে বেরাতাম। আমি যদি দেখতে নাও পারি তাহলেও আমি কান দিয়ে শোনার চেষ্টা করতাম। কান দিয়ে শুনে আমি আকাশে প্লেন খুঁজে নেওয়ার চেষ্টা করতাম।
আমার ছোটবেলায় সবসময়ে এয়ারফোর্সের পাইলট হতে চেয়েছিলাম। আমার কাছে ওটা ছিল স্বপ্নের মতন। আমি পড়াশোনায় ভালো ছিলাম। আমার মা এটা সবসময় বলবে তবে আমার স্ত্রী সেটা নাও বলতে পারে। আমার স্ত্রী এটা নিয়ে আমার সঙ্গে ঠাট্টা করে। মায়াঙ্ক জানিয়েছেন তার বর্তমান স্ত্রী মানে তখনকার বান্ধবী তাকে সব সময় ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করতেন।
এমনকি প্র্যাকটিস কামাই করে দেখা করার কথা বলতেন না। স্ত্রীর সঙ্গেও তার বন্ধুর মতোই সম্পর্ক। প্রেম করার সময় থেকেই মায়াঙ্ককে তার বান্ধবী বলে দিয়েছিলেন আগে তোমার লক্ষ্য ভারতের হয়ে খেলা।