আরও পড়ুন: আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, বাড়িতে বসে এই ব্যবসা করে প্রচুর টাকা করুন
সফট বল প্রতিযোগিতা ঘিরে রানাঘাটের মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। মহিলা ও পুরুষদের বিভাগে অংশগ্রহণ করে ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, মনিপুরের মত রাজ্যগুলো।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
advertisement
ফুটবল ক্রিকেটের পাশাপাশি ক্রমেই বিভিন্ন খেলার উৎসাহ বাড়ছে মানুষের মধ্যে। একসময় অলিম্পিক গেমগুলোর প্রতি খুব একটা উৎসাহ দেখা যেত না বাঙালি ছেলেমেয়েদের। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। অথচ অলিম্পিক, এশিয়াডের মত আন্তর্জাতিক মাল্টি ইভেন্ট ক্রীড়া প্রতিযোগিতার আসরে সফট বলের মত বিভিন্ন খেলাই মূলত মান্যতা পেয়ে এসেছে। এই খেলাগুলোর দিকে ঝোঁকায় ভবিষ্যতে অলিম্পিকের মতো আসরে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বাংলার ছেলেমেয়েদের কাছে। আগামী দিনে এই সফট বলের মাধ্যমেই হয়ত নতুন কোনও তারকা উঠে আসবে বাংলার ক্রীড়া জগতে।
মৈনাক দেবনাথ





