TRENDING:

ATKMB AFC Cup : এএফসি কাপে মোহনবাগান এবং গোকুলামের জন্য আসরে নামল কেন্দ্র সরকার

Last Updated:

Sports ministry requests FIFA and AFC to allow ATK Mohun Bagan and Gokulam Kerala in AFC Cup. এএফসি কাপে মোহনবাগান এবং গোকুলামের জন্য আসরে নামল কেন্দ্র সরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় ফুটবলের ওপর যে অভিশাপ নেমে এসেছে তা থেকে মুক্তির পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যাতে দেশের দুই ক্লাবকে এএফসি কাপে খেলতে দেওয়া হয় সেই অনুরোধ করা হল। এটিকে মোহনবাগান কি সত্যিই মিস করবে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল? তবে এবার আসরে নেমেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
মোহনবাগানের জন্য ফিফাকে অনুরোধ কেন্দ্রীয় সরকারের
মোহনবাগানের জন্য ফিফাকে অনুরোধ কেন্দ্রীয় সরকারের
advertisement

আরও পড়ুন - Durand cup : মুম্বইকে জিতিয়ে উঠে ইস্টবেঙ্গল কোচকে গোল উৎসর্গ মিজো তারকার, কেন জানেন?

এটিকে মোহনবাগানকে এএফসি কাপে খেলার অনুমতি দেওয়ার জন্য ফিফার দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। পাশাপাশি তারা এএফসি-কেও অনুরোধ জানিয়েছে। সবুজ-মেরুনের সঙ্গে গোকুলম কেরালা এফসি-র মহিলা দলকে এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দেওয়ার জন্যেও অনুরোধ করা হয়েছে।

advertisement

এমনিতে যা পরিস্থিতি তাতে, ফিফার নির্বাসন থাকায় কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ভারতের কোনও ক্লাব। সেই প্রেক্ষিতেই এই অনুরোধ করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে নামার কথা রয়েছে এটিকে মোহনবাগানের। তবে সেই ম্যাচ নিয়েই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা।

advertisement

ফিফার নির্বাসন বহাল থাকলে, এই ম্যাচ খেলতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। তবে ফিফা এবং এএফসি অনুমতি দিলে এটিকে মোহনবাগানকে খেলতে দেখা যেতে পারে। গোকুলমের অবস্থা আরও খারাপ। ফিফার নির্বাসন ঘোষণার আগেই তারা ম্যাচ খেলতে পৌঁছে গিয়েছে উজবেকিস্তানে।

এখনও সেখানে আটকে রয়েছে। গোকুলম দলের কোনও অসুবিধা যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। গোকুলমের দলের ম্যানেজারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবে আদৌ গোকুলমের মেয়েরা ম্যাচ খেলতে পারবে তো? তা নিয়ে তীব্র সংশয় রয়েই গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

শোনা যাচ্ছে অনুরাগ ঠাকুর নিজে উদ্যোগী হয়েছেন ফিফা এবং এএফসিকে এটিকে মোহনবাগান এবং গোকুলামকে সবুজ সংকেত দেওয়ানোর ব্যাপারে। তবে তাতে কাজ হবে কিনা গ্যারান্টি নেই।

বাংলা খবর/ খবর/খেলা/
ATKMB AFC Cup : এএফসি কাপে মোহনবাগান এবং গোকুলামের জন্য আসরে নামল কেন্দ্র সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল