Durand cup : মুম্বইকে জিতিয়ে উঠে ইস্টবেঙ্গল কোচকে গোল উৎসর্গ মিজো তারকার, কেন জানেন?
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Lallianzuala Chhangte grateful to Emami East Bengal coach Stephen Constantine. মুম্বইকে জিতিয়ে উঠে ইস্টবেঙ্গল কোচকে গোল উৎসর্গ মিজো তারকার
#কলকাতা: উপকারীর উপকার ভুলতে নেই, তেমনই গুরুর অবদান ভুলতে নেই। তেমনটাই উদাহরণ রাখলেন মুম্বাই সিটি এফসি দলের ছাংতে। মিজোরামের এই ফুটবলার ডুরান্ড কাপে জোড়া গোল করার পর সেই দুটো গোল উৎসর্গ করেছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি।
জয় দিয়ে বৃহস্পতিবার যুবভারতীতে ডুরান্ড কাপে যাত্রা শুরু করলেও বিদেশিহীন নৌ সেনা দলের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল মুম্বই। একাধিক সুযোগ পাওয়া সত্ত্বেও বিক্রমরা গোল করতে পারেননি নৌ সেনা দলের গোলরক্ষক বেলুতা বিষ্ণুর তৎপরতায়। গতির বিরুদ্ধে ৪৩ মিনিটে গোল করে নৌ সেনা দলকে এগিয়ে দেন আদর্শ মাট্টুমল।
advertisement
advertisement
অবশ্য প্রথমার্ধের সংযুক্ত সময়েই (৪৫+৩ মিনিটে) বিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে অসাধারণ গোলে ১-১ করেন বিক্রম। ছাংতে নেমেই ছবিটা বদলে দেন। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে মুম্বইকে ২-১ এগিয়ে দেন। ৮৯ মিনিটে অসাধারণ শটে প্রথম গোল করেন ছাংতে। এক মিনিটের মধ্যেই ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
advertisement
मंडळी, we hope you keep showering 💙 on all our pictures for eternity! 🥰 Happy #WorldPhotographyDay! 📸#MumbaiCity #AamchiCity 🔵 pic.twitter.com/axLmsyzNJr
— Mumbai City FC (@MumbaiCityFC) August 19, 2022
ম্যাচের সেরাও হলেন ছাংতে। ম্যাচ শেষ হওয়ার পরে তৃপ্ত মুখে দাঁড়িয়েছিলেন স্টিভন। প্রাক্তন ছাত্রের উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন, ছাংতে এখনও ভারতীয় ফুটবলের অন্যতম তারকা। ছাংতের তারা হয়ে ওঠার নেপথ্যে প্রধান কারিগর তো আপনি?
advertisement
স্টিভন বললেন, কোচ হিসেবে আমার কাজই তো প্রতিশ্রুতিমান ফুটবলার খুঁজে আনা। ছাংতে এই জায়গায় পৌঁছেছে সম্পূর্ণ নিজের চেষ্টায়। মুম্বইয়ের জয়ের নায়ক অবশ্য জানতেনই না স্টিভন খেলা দেখতে এসেছিলেন। যখন বেরোলেন, ততক্ষণে প্রিয় গুরু হোটেলে ফিরে গিয়েছেন।
স্টিভনের সঙ্গে দেখা না হওয়ায় হতাশ ছাংতে। বললেন, স্টিভন স্যর এসেছিলেন!ওঁর ঋণ কখনও শোধ করতে পারব না। স্টিভন স্যরকেই আমার দু’টো গোল উৎসর্গ করছি। আসলে তার জীবনে স্টিফেনের অবদান অস্বীকার করতে পারেন না ছাংতে। এটাই তার কৃতজ্ঞ থাকার পরিচয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2022 8:03 PM IST