জেলায় সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ প্রতিভা সন্ধান ক্যাম্প। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এই ক্যাম্পে অংশগ্রহণ করে। মোট ৩৫০ জন শিশু ও কিশোর খেলোয়াড় এই শিবিরে উপস্থিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ৮০ জন মেয়ে।
advertisement
এবিষয়ে সুকান্ত মজুমদার জানান,”জেলার প্রতিটি কোণায় যেসব শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ এবং প্রতিভা রয়েছে, তাদের খুঁজে বের করাই এই শিবিরের মূল লক্ষ্য। তাদের শুধুমাত্র খেলার সুযোগ করে দেওয়াই নয়, ভবিষ্যতে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।” শিবিরে উপস্থিত আন্তর্জাতিক মানের কোচ মলয় সেনগুপ্ত জানান,”প্রাথমিক পর্যায়ে যাদের প্রতিভা নজরে এসেছে, তাদের একটি তালিকা তৈরি করে পরবর্তী পর্যায়ে উন্নত প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে।”
আরও পড়ুনঃ IND vs ENG: লিডসে লজ্জার রেকর্ড ভারতের! এমন কাণ্ড আগে কোনও দিন ঘটেনি!
সুকান্ত মজুমদার আন্তর্জাতিক ফুটবল কোচ মলয় সেনগুপ্তের মুম্বইয়ে অবস্থিত ফুটবল একাডেমির জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রতিভা অন্বেষণের অনুরোধ জানানোয়, এদিন বালুরঘাটে টাউন ক্লাব ময়দানে বাছাইপর্ব থেকে ছয় জনকে নেওয়া হবে। যেসব খেলোয়াড়রা উপযুক্ত বলে বিবেচিত হবেন, তাদের রাজ্যের বাইরে গিয়ে উন্নতমানের কোচিংয়ের ব্যবস্থা করা হবে। এই ধরনের ক্যাম্পের ফলে জেলার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে।
সুস্মিতা গোস্বামী