অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, ভারত অধিনায়কের ব্যথা অনেকটা কমলেও কিছুটা অস্বস্তি এখনো রয়েছে। তবে রিপোর্টে কিছু নেই। গিল নিজেও হাসপাতালে থাকতে চাইছেন না, তিনি চাইছেন হোটেলে দলের সঙ্গে যোগ দিয়ে বিশ্রাম করতে। অন্যদিকে ভারতীয় দল তিন দিনের মধ্যে টেস্ট হেরে গেলেও কলকাতা ছাড়ছে না। সোমবার এখানে বিশ্রাম করবে গোটা দল। মঙ্গলবার দিন সকালে ইডেনেই অনুশীলন করবে ভারত। তারপর পুরনো সূচি অনুযায়ী গুয়াহাটিতে যাবে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে।
advertisement
প্রসঙ্গত, ইডেন টেস্টের স্মৃতি সুখের হল না ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের। শনিবার মাঠে নামার আগে থেকেই ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন গিল। পেইন কিলার খেয়ে মাঠে নামলেও মাত্র ৩ বল থেলেই যন্ত্রণায় কাতর হয়ে মাঠ ছাড়েন গিল। ঘাড়ে গুরুতর ব্যথা নিয়ে শনিবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমন গিল।
রবিবার সকালে জানা যায়, ঘাড়ের ব্যথা আগের থেকে কিছুটা কম হয়েছে। আইসিইউতে ছিলেন গিল। সকালে হাসপাতালের বেডে শুয়ে টিভিতে টেস্ট ম্যাচ দেখছে। খাওয়া-দাওয়া করেছেন বলেই খবর। এমআরআই রিপোর্টের সেরকম কিছু নেই। ডাক্তার সপ্তর্ষি বসুর অধীনে ভর্তি রয়েছে। রয়েছে বোর্ডের মেডিক্যাল টিমর সদস্যরা। ইডেন টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে গিলকে দল পাবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কিছুই জানা যায়নি।
