IND vs SA: ম্যাচ হারার পর দলের ব্যাটারদের নিয়ে বড় কথা বলে দিলেন গম্ভীর! কী জানালেন টিম ইন্ডিয়ার হেড স্যার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩০ রানের পরাজয়ের পরও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর ব্যাটসম্যানদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ও আস্থা রেখেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩০ রানের পরাজয়ের পরও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর ব্যাটসম্যানদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ও আস্থা রেখেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম টেস্টে ভারতের ব্যাটিং ব্যর্থতাই পরাজয়ের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে গম্ভীর মনে করেন, বিষয়টি শুধুমাত্র দক্ষতার ঘাটতি নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে না পারাটাই বড় দুর্বলতা হিসেবে সামনে এসেছে।
পোস্ট-ম্যাচ প্রেস কনফারেন্সে গম্ভীরকে প্রশ্ন করা হয়, ঘরের মাঠে স্পিনারদের বিপক্ষে ভারতের ব্যাটসম্যানদের এ ধরনের ব্যর্থতার পর কোচিং স্টাফ কী ধরনের সমাধান ভাবছে। জবাবে তিনি বলেন,”আন্তর্জাতিক ক্রিকেটে মানসিক চাপের গুরুত্ব সবচেয়ে বেশি এবং চাপকে ভয় না পেয়ে তা সঙ্গে নিয়ে ভালো ফল করাই খেলোয়াড়দের উন্নতির পথ।” তাঁর মতে, দক্ষতা থাকা সত্ত্বেও চাপের মুহূর্তে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় দল সমস্যায় পড়েছে।
advertisement
গম্ভীর বিশেষভাবে উল্লেখ করেন চতুর্থ ইনিংসের চ্যালেঞ্জের কথা, যেখানে ভারতীয় দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তিনি মনে করেন, ঘরের মাঠে স্পিন-বান্ধব উইকেটে খেলতে খেলতেই ভারতীয়দের দক্ষতা তৈরি হয়েছে, কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা ও চাপ সামলানোর ক্ষমতা বাড়াতে না পারলে এসব দক্ষতা যথেষ্ট নয়। ব্যাটসম্যানরা ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করলেও চাপের মুহূর্তে স্থির থাকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
গৌতম গম্ভীর বলেন, “আমরা যখন এ ধরনের উইকেট প্রস্তুত করি বা ভারতীয় কন্ডিশনে খেলি, বিশেষ করে যখন চতুর্থ ইনিংসে রান তাড়া করি, তখন সেটি এমন একটি দিক যেখানে আমাদের আরও উন্নতি করা দরকার। অবশ্যই, তাঁদের দক্ষতা আছে, সে কারণেই তাঁরা এখানে আছে। তাঁরা ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে, আন্তর্জাতিক পর্যায়েও সুযোগ পেলে ভালো খেলেছে। তাই তাঁরা দেশের হয়ে খেলছে।”
advertisement
কোচের মতে, এই দুর্বলতা কাটিয়ে উঠতে খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আরও কাজ করতে হবে। তিনি জানান, টিম ম্যানেজমেন্ট ব্যাটসম্যানদের সমর্থন দিচ্ছে এবং তাঁদের ওপর আস্থা রাখছে। গম্ভীর বিশ্বাস করেন, চাপ মোকাবিলার মানসিকতা গড়ে তুলতে পারলেই ভারত আবারও ধারাবাহিক পারফরম্যান্সে ফিরতে পারবে। দলের পরবর্তী ম্যাচে এর প্রতিফলন দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 5:49 PM IST

