সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করেছেন সৌরভ। প্রথম পোস্টটিতে ছবিতে তাঁকে একটি ডায়েরিতে লিখতে দেখা যায়। সেখানে লেখা, ‘লিডিং উইথ…’। সেই ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘আপনারা যেমনটা চাইছিলেন তেমনটাই হচ্ছে। ৮ জুলাই আমার জন্মদিনের দিন এক বিশেষ ঘোষণা হতে চলেছে। সঙ্গে থাকুন।’ সৌরভের এমন ইঙ্গিতবহ পোস্ট সোশ্যাল ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
advertisement
এই পোস্টটির কিছু সময় পর আরও একটি ভিডিও শেয়ার করেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের নানা স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়। সঙ্গে ব্যবহার করা জনপ্রিয় হিন্দি সিনেমা ‘ইকবাল’-এর ‘আশায়ে….’ গানটি। কিছু সময়ের ব্যবধানে পরপর দুটি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছে। সৌরভ নিজে কিছু না বললেও জল্পনা কখনই থেমে থাকেনি। পাশাপাশি সৌরভের বায়োপিক নিয়েও কাজ শুরু হয়ে গিয়েছে। এছাডা এর আগেও এমন রহস্যময় পোস্ট দিয়ে প্রমোশনাল স্টান্ট করেছেন সৌরভ। ফলে এবারলকী কারণে সৌরভ এমন পোস্ট করলেন তা জানার জন্য আর কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে।