TRENDING:

Sourav Ganguly Birthday: জন্মদিনের আগে সৌরভের 'রহস্যময়' পোস্ট, বড় কিছু ঘোষণার ইঙ্গিত দিলেন 'দাদা', শুরু জল্পনা

Last Updated:

Sourav Ganguly Birthday: জন্মদিনের আগে একটি বিষয়ে সকলের কৌতুহল বাড়িয়ে দিলেন 'মহারাজ'। কারণ শুত্রবার করা সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা এক রহস্যময় পোস্ট। যা ঘিরে ইতিমধ্যেই নানা মহলে নানা জল্পনা তৈরি হযেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি গতবছরই পূরণ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার আরও এক ৮ জুলাই। ৫১ তম জন্মদিন প্রাক্তন ভারত অধিনায়ক ও বাংলার প্রিয় দাদা-র। গতবার বিশেষ দিনটা লন্ডনে কাটালেও এবার শহরেই থাকছেন সৌরভ। কিন্তু জন্মদিনের আগে একটি বিষয়ে সকলের কৌতুহল বাড়িয়ে দিলেন ‘মহারাজ’। কারণ শুত্রবার করা সৌরভের এক রহস্যময় পোস্ট। যা ঘিরে ইতিমধ্যেই নানা মহলে নানা জল্পনা তৈরি হযেছে।
advertisement

সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করেছেন সৌরভ। প্রথম পোস্টটিতে ছবিতে তাঁকে একটি ডায়েরিতে লিখতে দেখা যায়। সেখানে লেখা, ‘লিডিং উইথ…’। সেই ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘আপনারা যেমনটা চাইছিলেন তেমনটাই হচ্ছে। ৮ জুলাই আমার জন্মদিনের দিন এক বিশেষ ঘোষণা হতে চলেছে। সঙ্গে থাকুন।’ সৌরভের এমন ইঙ্গিতবহ পোস্ট সোশ্যাল ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

advertisement

এই পোস্টটির কিছু সময় পর আরও একটি ভিডিও শেয়ার করেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের নানা স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়। সঙ্গে ব্যবহার করা জনপ্রিয় হিন্দি সিনেমা ‘ইকবাল’-এর ‘আশায়ে….’ গানটি। কিছু সময়ের ব্যবধানে পরপর দুটি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।

advertisement

আরও পড়ুনঃ Tamim Iqbal: ফেরাতে পারলেন না প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুরোধ, অবসরের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাবর্তন তামিম ইকবালের

advertisement

আরও পড়ুন: Dangerous Snakes in Monsoon: বর্ষায় গ্রামে এই সাপেরা ভয়ঙ্কর! কামড়ালেই সর্বনাশ! ছোবল দিলে কী করবেন? জেনে নিন বাঁচার উপায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছে। সৌরভ নিজে কিছু না বললেও জল্পনা কখনই থেমে থাকেনি। পাশাপাশি সৌরভের বায়োপিক নিয়েও কাজ শুরু হয়ে গিয়েছে। এছাডা এর আগেও এমন রহস্যময় পোস্ট দিয়ে প্রমোশনাল স্টান্ট করেছেন সৌরভ। ফলে এবারলকী কারণে সৌরভ এমন পোস্ট করলেন তা জানার জন্য আর কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Birthday: জন্মদিনের আগে সৌরভের 'রহস্যময়' পোস্ট, বড় কিছু ঘোষণার ইঙ্গিত দিলেন 'দাদা', শুরু জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল