সলমন খান যখন কথা বলতে উঠলেন, তখন চিৎকারের চোটে কান পাতা দায়। সলমন বুঝলেন, এই শহর তাঁকে একরকম ভালবাসে। ঠিক আগের মতো। সলমন এর আগেও বহুবার এসেছেন কলকাতায়। এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তবে এবার হয়তো তিনি সব থেকে বেশি চমকে গেলেন।
আরও পড়ুন- ধুতি পরা নিয়ে ঝামেলা! বিরাট কোহলির ঝা চকচকে রেস্তোরাঁয় ধুন্ধুমার কাণ্ড
advertisement
আসলে সলমন খানকে বড় চমকটা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ সৌরভ বললেন, আমি এই প্রথম সলমন খান এর সঙ্গে ব্যাক্তিগতভাবে সাক্ষাৎ করলাম। এটা দুর্ভাগ্যজনক। এতদিন সলমন খানের সঙ্গে সাক্ষাৎ হয়নি ব্যাক্তিগতভাবে। এই শহর সবার জন্য। এই শহর অনেক মেধাকে তুলে এনেছে।
সৌরভের এই কথা শুনে সলমন তখন সত্যিই ভাবতে বসলেন। দাদার সঙ্গে ভাইজানের ব্যক্তিগত আলাপ তা হলে এই প্রথম! কিং খানের সঙ্গে দাদার সম্পর্ক অনেকদিনের। সেই সম্পর্ক কেকেআরের সূত্র ধরে কিছুটা তেতো হয়েছিল। তবে পেশাদারিত্বের গণ্ডিতে দুজনের কেউই সেই তিক্ততা বুঝতে দেননি।
আরও পড়ুন-সৌরভ-ডোনার একই মঞ্চে নাচ, এমন ভিডিও সবসময় দেখা যায় না! রইল দুরন্ত ভিডিও
সলমনের সঙ্গে এই প্রথম একই মঞ্চে দেখা গেল সৌরভকে। এর আগে বহুবার শাহরুখ আর সৌরভকে একই মঞ্চে দেখা গিয়েছে। তবে এবার সলমন আর সৌরভকে একসঙ্গে দেখল কলকাতা, বাংলা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F