ধুতি পরা নিয়ে ঝামেলা! বিরাট কোহলির ঝা চকচকে রেস্তোরাঁয় ধুন্ধুমার কাণ্ড
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Restaurant controversy: বিরাট কোহলির রেস্তোরাঁয় বিরাট কাণ্ড। বড় বিতর্ক।
মুম্বই: বিরাট কোহলির রেস্তোরাঁয় ঢুকতে গেলে কি নির্ধারিত পোশাক পরে যেতে হবে? এই প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কারণ সম্প্রতি বিনীত কে নামের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি ধুতি পরে গিয়েছিলেন বলে কোহলির রেস্তোরাঁয় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।
কোহলির রেস্তোরাঁ ওয়ান এইট। সেটি মুম্বইয়ের জুহুতে। এমনিতে ওই এলাকায় এই রেস্তোরাঁ বেশ জনপ্রিয়। তবে এবার সেই রেস্তোরাঁ বিতর্কে জড়াল। তামিলনাড়ুর ওই ব্যক্তি জানালেন, তিনি ভারতীয় পোশাক পরে গিয়েছিলেন বলে তাঁকে ওয়ান এইট-এ ঢুকতে দেওয়া হয়নি।
আরও পড়ুন- IPL 2024 Auction-এ ৫ ভারতীয় তারকা পেতে পারেন রেকর্ড টাকা, দেখে নিন তালিকায় কারা
বিরাট কোহলির রেস্তোরাঁর বাইরে থাকা নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। বিনীত কে দাবি করেছেন, তিনি তামিলনাড়ুর প্রথাগত পোশাক ধুতি পরে কোহলির রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি।
advertisement
advertisement
বিনীত বলেছেন, এই ঘটনা আমাকে খুব দুঃখ দিয়েছে। আমাকে বলা হল, আমি নাকি ঠিকঠাক পোশাক পরে আসিনি। আমি কোহলির বড় ভক্ত। ওর রেস্তোরাঁয় খেতে যাওয়ার ইচ্ছে ছিল। ধুতি পরে গিয়েছিলাম। কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি।
A person was not allowed to #ViratKohli𓃵’s restaurant for wearing DHOTI
People with shorts were allowed
Cats were allowed tooBut wearing Dhoti not allowed
Isn’t this discrimination ?pic.twitter.com/n965kk06Yo
— Vineeth K (@DealsDhamaka) December 2, 2023
advertisement
আরও পড়ুন- লখনউ থেকে এসেই খেলা শুরু নাকি গম্ভীরের, তারকা ওপেনার এবার আসবেন নাইট শিবিরে
এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছে। অনেকে দাবি করেছেন, কোহলির রেস্তোরাঁয় এমন নীতিপুলিশি ঠিক হয়নি। কেউ আবার বলছেন, এসব ব্যাপারে কোহলি নিশ্চয়ই কিছু জানেন না। অনেকে আবার কোহলিকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 1:54 PM IST