এবার ইডেনের পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরাসরি পিচ নিয়ে কিছু না বললেও, সৌরভ মানলেন হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত ফ্র্যাঞ্চাইজিগুলির। সৌরভ বলেন, “আমি ওই বিষয়ে কোনও মন্তব্য করব না।” কেকেআর এর পারফরম্যান্স নিয়ে প্রাক্তন নাইট অধিনায়ক বলেছেন,“ইডেনে কেকেআর এর জেতা উচিত ছিল। রিঙ্কু সিংকে আরও একটু ওপরের দিকে ব্যাট করতে পাঠালে ভালো হত।”
advertisement
কেকেআরের হারের কারণ নিয়ে প্রশ্ন এলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”তবে এই বিষয়গুলোর উত্তর রাহানে দিতে পারবে। কুইন্টন ডি ককের বদলে গুরবাজ সিংকে খেলানোর ব্যাপারটিও রাহানে বলতে পারবে। কুইন্টন ডি কক গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে প্রায় সেঞ্চুরি করে ফেলেছিল। ও ভালো ব্যাটার। মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে কেকেআর। এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।”
আরও পড়ুনঃ Sourav Ganguly: ধোনির ফের অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ! বড় কথা বলে দিলেন দাদা
এর পাশাপাশি আইএসএল ফাইনাল মাঠে বসে উপভোগ করতে না পারার জন্য আক্ষেপও প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, আমি মোহনবাগান সুপারজায়ান্টের সঙ্গে রয়েছি। আবার বেঙ্গালুরু এফসির ক্রিকেটীয় ভাগের সঙ্গেও রয়েছি। দুটো দলই আমার খুব কাছের। পার্থ এবং সঞ্জীব দুজনেই খেলার ব্যাপারে ভীষন আবেগপ্রবন। তাই উপভোগ্য লড়াই হবে। সবাই উপভোগ করবে দুদলের ফুটবলারদের খেলা। ”