TRENDING:

২২ গজে এবার সৌরভ-ঝুলন জুটি! দুই প্রাক্তন অধিনায়ককে দেখা যাবে একসঙ্গে!

Last Updated:

Sourav Ganguly: এবার কি সৌরভ-ঝুলন পার্টনারশিপ! বড় দায়িত্ব নিতে পারেন বাংলার পেসার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহিলাদের আইপিএলে সৌরভ-ঝুলন জুটি! দেশের দুই প্রাক্তন অধিনায়ক তথা বাংলার দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে ক্রিকেটের ২২ গজে?
advertisement

মহিলাদের আইপিএলে ঝুলন ফিরছেন, এটা নিশ্চিত। তবে ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর আর বল হাতে নামবেন না, সেটাও ইতিমধ্যে জানিয়েছেন। তবে মেন্টার কিংবা কোচের ভূমিকায় ঝুলনকে দেখা যেতে পারে। আর সেখানেই সৌরভ-ঝুলন জুটিকে দেখতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু কিভাবে বাঙালির দুই আইকন একসঙ্গে কাজ করবেন? আসলে বিসিসিআই সভাপতি পদ থেকে চলে যাওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিয়োজিত হয়েছেন।

advertisement

আরও পড়ুন- সারাক্ষণ বিরাট কোহলি-অনুষ্কা শর্মার গায়ে গায়ে লেগে থাকেন, কে এই ব্যক্তি!

ছেলেদের আইপিএলে দিল্লি দলের যাঁরা মালিক তাঁরাই মহিলাদের আইপিএলেও দিল্লি ফ্রাঞ্চাইজি কিনেছেন। ফলে ছেলেদের পাশাপাশি ডাব্লুপিএলেও দিল্লি দলটির ক্রিকেট কর্তা হিসেবে সৌরভকে দেখা যাবে।

সেই দিল্লি ফ্রাঞ্চাইজি থেকে ঝুলন গোস্বামীকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। মহিলাদের আইপিএলের দল ঘোষণা হয়ে যাওয়ার পরেই প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি তাদের কোচিং স্টাফ নিয়োগের পরিকল্পনা শুরু করে দিয়েছে।

advertisement

ক্রিকেটারদের অকশন হওয়ার আগেই দলের কোচিং স্টাফ গুছিয়ে নিতে চাইছে পাঁচটি দল। সেই জন্যই মেয়েদের আইপিএলে দিল্লি দলে বোলিং কোচ হওয়ার জন্য ঝুলনকে প্রস্তাব দেন সৌরভ।

ঝুলনের সাথে দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ডাব্লুভি রামনকে। দুজনের সঙ্গেই কথা হয়েছে বলে জানিয়েছেন সৌরভ। ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে রমন কাজ করেছেন। বর্তমানে বাংলা ক্রিকেটের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে যুক্ত রয়েছেন।

advertisement

ঝুলন গোস্বামীও ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাংলার মহিলা দলে মেন্টার হিসেবে কাজ করছেন। দিল্লি ফ্রাঞ্চাইজি-র পক্ষ থেকে সৌরভের প্রস্তাবের বিষয়ে ঝুলনের কাছে জানতে চাওয়া হলে ঝুলন বলেন, প্রস্তাব অনেকগুলো রয়েছে। এখনও সিদ্ধান্ত নিইনি কী করব! তবে মহিলাদের আইপিএলের ফিরছি।"

আরও পড়ুন- প্রেমে মাখামাখি! বিয়ের পর নতুন বউয়ের সঙ্গে প্রথম ছবি কেএল রাহুলের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সূত্রের খবর, সৌরভের সঙ্গে ঝুলনের কথা হয়েছে। তবে ঝুলন এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ বেঙ্গালুরুর প্রস্তাব রয়েছে ঝুলনের কাছে। এমনকী সম্প্রচারকারী চ্যানেলেরও প্রস্তাব রয়েছে। তবে ঝুলনের ভূমিকা দিন কয়েকের মধ্যেই চূড়ান্ত হয়ে যেতে পারে। ৪ ফেব্রুয়ারি মহিলাদের আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা। তার আগেই নিজের ভূমিকা চূড়ান্ত করে নিতে পারেন ঝুলন।

বাংলা খবর/ খবর/খেলা/
২২ গজে এবার সৌরভ-ঝুলন জুটি! দুই প্রাক্তন অধিনায়ককে দেখা যাবে একসঙ্গে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল