হোম /খবর /খেলা /
সারাক্ষণ বিরাট কোহলি-অনুষ্কা শর্মার গায়ে গায়ে লেগে থাকেন, কে এই ব্যক্তি!

সারাক্ষণ বিরাট কোহলি-অনুষ্কা শর্মার গায়ে গায়ে লেগে থাকেন, কে এই ব্যক্তি!

Anushka Sharma bodyguard: কে এই ব্যক্তি, যিনি সব সময় বিরাট-অনুষ্কার কাছে কাছে থাকেন!

  • Share this:

মুম্বই: বলিউড অভিনেতারা নিরাপত্তার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। বেশিরভাগ সেলিব্রিটির ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে। কেউ কেউ বছরের পর বছর ছায়ার মতো অভিনেতাদের সুরক্ষায় নিযুক্ত রয়েছেন। সেইসব নিরাপত্তারক্ষীদের মধ্যে অনেকে জনপ্রিয়ও।

বিখ্যাত বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলির নিরাপত্তা প্রদান করেন তাঁদের দেহরক্ষী সোনু ওরফে প্রকাশ সিং।

আরও পড়ুন- বর্ধমানে আসছেন ক্রিস গেইল! এবার সেখানে হুডখোলা গাড়িতে ঘুরলেন পাওলি দাম

পাবলিক প্লেস থেকে শুরু করে বাড়িতে, সোনু তাঁদের সঙ্গে প্রতি মুহূর্তে উপস্থিত। বিনিময়ে অনুষ্কা-বিরাটও মোটা টাকা বেতন দেন সোনুকে। সোনুর বেতন প্যাকেজের কথা শুনলে চমকে যাবেন যে কেউ।

সেলিব্রিটিদের দুর্দান্ত ফ্যান ফলোয়িং থাকে। ভক্তরা তাঁদের দেখতে এবং ছুঁতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারে। সেই কারণে সেলিব্রিটিদের নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়।

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি তাঁদের দেহরক্ষী সোনুকে যে কোনও বড় কোম্পানির সিইওর বেতনের সমান মাইনে দেন। বছরের পর বছর ধরে অনুষ্কার দেহরক্ষী হিসেবে কাজ করছেন  সোনুয

বিরাট ও অনুষ্কার চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়ান সোনু। বিরাট কোহলিকে বিয়ে করার আগে থেকেই অনুষ্কার নিরাপত্তার দায়িত্বে সোনু। অনুষ্কা যখন গর্ভবতী ছিলেন, তখনও সোনু তাঁর বিশেষ যত্ন নিতেন।

বিরাটের নিজস্ব নিরাপত্তা রয়েছে। তবুও সোনু তাঁর নিরাপত্তার দিকটা দেখেন। Zoom.com-এর রিপোর্ট অনুযায়ী, প্রকাশ সিং ওরফে সোনুর স্যালারি প্যাকেজ ১.২ কোটি টাকা। এমনকী অনেক কোম্পানির সিইও হলেও হয়তো এত বেতন পাওয়া যায় না।

আরও পড়ুন- ভারতীয় দলের 'বাপু' এখন বিবাহিত, নতুন বউয়ের সঙ্গে রোম্যান্টিক ছবি ভাইরাল

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি কিন্তু সোনুকে তাঁদের পরিবারের অংশ বলে মনে করেন। সোনুর জন্মদিনও পালিত হয় বিরাটের বাড়িতে। অনুষ্কা শর্মা এর আগে 'জিরো'- সিনেমার সেটে সোনুর জন্মদিন উদযাপন করেছিলেন।

Published by:Suman Majumder
First published:

Tags: Anushka Sharma, Virat Kohli