#বর্ধমান: বর্ধমানে এলেন অভিনেত্রী পাওলি দাম। বর্ধমান শহরের মালীর মাঠে অনুষ্ঠিত হচ্ছে চারদিনের টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন দল অংশ নিয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার এসেছিলেন পাওলি।
রবিবার টুর্নামেন্টের শেষ দিনে ক্রিস গেইল আসছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বর্ধমানে জাঁকজমকের সঙ্গে এই টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত দু'বছর করোনার কারণে সেই টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছিল।
আরও পড়ুন- ঋষভ নেই তাতে কী ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সূর্যকে বিশেষ দায়িত্ব
শেষবার অনুষ্ঠিত এই টুর্নামেন্টে যোগ দিয়েছিলেন ক্রিকেটে রাজপুত্র ব্রায়ান লারা। তার আগে এই রাজনন্দিনী কাপের মাঠে এসেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক তথা সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কপিল দেব, এসেছিলেন গৌতম গম্ভীর, হরভজন সিং সহ অনেকেই।
এবার জামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত ক্রিস গেইল আসার খবরে বর্ধমান শহর জুড়ে উন্মাদনা তৈরি হয়েছে।
তার আগের দিন এলেন অভিনেত্রী পাওলি দাম। বেশ কিছুক্ষণ টেন্টে কাটানোর পাশাপাশি খেলার ফাঁকে হুড খোলা গাড়িতে মাঠ পরিক্রমা করার সময় দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পাওলি।
এদিকে ক্রিস গেইল আসার আগে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে জেলা পুলিশ। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত ক্রিস্টোফার হেনরি ক্রিস গেইল কখন আসবেন, কী কী করবেন সেসব ব্যাপারে খুঁটিনাটি সব কিছুই জেনেছে পুলিশ।
এদিন দুপুরে জেলা পুলিশ সুপার কামনাশিস সেন মাঠে গিয়ে উদ্যোক্তাদের সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। টেস্ট ওয়ান ডে বা টি-টোয়েন্টি, তিন ঘরানার ক্রিকেটেই অসংখ্য রেকর্ড করেছেন ক্রিস গেইল।
আরও পড়ুন- আর্শদীপ সিং নিয়ে চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার, তরুণ পেসারের রান আপ ভুলে ভরা
তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। তিনি টেস্টে তিন শতক, একদিনের আন্তর্জাতিকে দুই শতক এবং টি-টোয়েন্টিতে শতক হাঁকানো একমাত্র ব্যাটসম্যান
স্বাভাবিকভাবেই তাঁর আসার খবরে বর্ধমানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ বর্ধমানের মাটিতে পা দেবেন ক্রিস গেইল। খেলার ফাঁকে হুড খোলা গাড়িতে তাঁকে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Chris Gayle, Paoli Dam