এশিয়া কাপ শুরুর আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এই ভারতীয় দল খুবই শক্তিশালী। চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার। আর ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কার্যত সেই কথাই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সৌরভ। নিজের ‘এক্স’ (পূর্বে ট্যাুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,”আমি শুরুতেই বলেছিলাম.. এটি খুবই শক্তিশালী একটি দল.. পুরো টুর্নামেন্ট জুড়ে ওরা অসাধারণ ছিল.. ওয়েল ডান টিম ইন্ডিয়া.. রোহিত শর্মার এটি দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা.. ওয়েল ডান রোহিত, দ্রাবিড়, সাপোর্ট স্টাফ, নির্বাচক এবং বিসিসিআই-এ সব সদস্যরা।”
advertisement
আরও পড়ুনঃ ODI World Cup 2023: এশিয়া কাপ জয়ের আনন্দের মাঝেই খারাপ খবর! চিন্তা বাড়ল রোহিত শর্মার
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।