এছাড়া বিভিন্ন সময় আইসিসির বৈঠকেও ইংল্যান্ডে উপস্থিত থাকতে হয়। তো সব মিলিয়ে ইংল্যান্ড সৌরভের অন্যতম প্রিয় শহর। এবারও তাই জন্মদিনের আগে এক সপ্তাহ শহরে ইংল্যান্ডে মহারাজ। আর ইংল্যান্ডে রয়েছেন সৌরভ আর ভারতের টেস্ট ম্যাচ চলছে, তা দেখতে যাবেন না তা হয় নাকি। জুলাই মাসের শুরুতেই বিলেতে পৌঁছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে মাঠে হাজির হয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এজবাস্টনে ম্যাচের প্রথম দিনেই সৌরভ উপভোগ করলেন তরুণ টিম ইন্ডিয়ার খেলা। তবে তিনি একা নন, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলেন খেলা দেখতে। দাদার সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধুও।
advertisement
ছুটির মেজাজে গিলের ভারতের ব্যাটিং উপভোগ করলেন দাদা। আর তার সঙ্গে চলল দেদার ক্রিকেটীয় আড্ডা। বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লার সঙ্গে লাঞ্চ টেবিলে দেখা গেল সৌরভকে। তবে সৌরভ শুধু খেলা দেখলেন তাই না টেস্ট ম্যাচের প্রথম দিন চা পানের বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেলের স্টুডিওতেও হাজির হলেন দাদা। সেখানেই ভারতীয় ক্রিকেট নিয়ে একাধিক প্রশ্নে নিজের মতামত জানালেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের কাছে সঞ্চালক হর্ষ ভোগলে প্রশ্ন করেন, এক সময় অধিনায়ক হিসেবে সৌরভ ইংল্যান্ডে খেলেছেন।
বর্তমানে গিল অধিনায়ক হিসেবে খেলছে। কতটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে? প্রশ্নের উত্তরে সৌরভ জানান, আমি যখন ইংল্যান্ডে খেলতে এসেছিলাম অধিনায়ক হিসেবে তখন অনেকটাই পরিণত ছিলাম । কারণ ততদিনে দু-তিন বছর অধিনায়কত্ব করে ফেলেছি। শুভমানের ক্ষেত্রে এটাই অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ ৷ তাই দু’জনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বুধবারের মতো ম্যাচের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও মাঠে উপস্থিত থাকবেন সৌরভ। তবে ৮ জুলাই নিজের জন্মদিনের আগেই কলকাতায় ফিরছেন মহারাজ। নিজের শহরেই ৫৩ তম জন্মদিন পালন করতে চান সৌরভ।