সূর্যকুমার যাদব বর্তমানে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান। তাঁকে যদি টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান বলা হয়, তাতে দোষের কিছু থাকবে না। সূর্য এই ফর্ম্যাটে যেভাবে খেলছেন তা অবিশ্বাস্য। আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত, সূর্য ব্যাট দিয়ে চারটি হাফ সেঞ্চুরি এসেছে। তিনি মাঠের চারদিকে স্কোর করতে পারেন।
আরও পড়ুন – আজ সৌরভ বনাম ধোনি! চেন্নাইয়ের মাঠে মহারাজের সার্জিক্যাল স্ট্রাইকের অপেক্ষা
advertisement
চলতি আইপিএল-এ সূর্যের করা চারটি হাফ সেঞ্চুরির বিশেষ বিষয় হল চারবারই তাঁর স্ট্রাইক রেট ২০০ এর কাছাকাছি ছিল। যা বোঝায় যে সূর্য বোলারদের উপর কতটা প্রভাব বিস্তার করেন। এদিকে, সূর্যকুমার যাদব মঙ্গলবার, ৯ মে আইপিএলে তিনটি বড় মাইলফলক অর্জন করেছেন।আইপিএল ২০২৩-এর ৫৪ তম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করা সূর্য একটি বিশেষ সেঞ্চুরিও পূর্ণ করেছিলেন।
হ্যাঁ, আইপিএল ক্যারিয়ারে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন সূর্য। অবশ্য সূর্য কুমার এমন ইনিংস খেলে থেমে থাকতে রাজি নন। আরও এরকম ইনিংস উপহার দিতে চান। মুম্বই ইন্ডিয়ান্স সৌরভের এই টুইট শেয়ার করেছে। সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্স এবার দেখার মত কামব্যাক করছে।
এক অসাধারণ কাম ব্যাক দেখা যাচ্ছে রোহিত শর্মার দলের। আর সূর্য কুমার এরকম ছন্দে থাকলে তাদের আটকে রাখা খুব চাপের। রবি শাস্ত্রী অবাক যেভাবেই সূর্য কুমার মাঠে চারপাশে শট খেলতে পারেন। মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বিশ্বকাপে ভারতের অন্যতম সম্পদ হতে চলেছেন মনে করেন তিনি।