সৌরভকন্যা সানা অবশ্য তৃপ্তি দিমরিকে ‘পর্দার মা’ হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার টুইস্ট! বিভিন্ন সূত্রে জানা যায়, সৌরভের বায়োপিকে স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য এতদিন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির নাম শোনা গেলেও তিনি অভিনয় করছেন না।
আরও পড়ুন- ‘আমাকে এসবে জড়াবেন না প্লিজ’, হাতজোড় করে বললেন সৌরভ! এমন কথা তিনি আগে বলেননি
advertisement
সৌরভের বায়োপিক নির্মাণের চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে। তাই পুরোদমে কাজ চলছে অভিনেতা, অভিনেত্রী নির্বাচনে। অভিনেতা নির্বাচক (কাস্টিং ডিরেক্টর) মুকেশ ছাবড়া বলিউড অভিনেতা রাজকুমার রাওকে বেছে নিয়েছেন বলে খবর। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং সৌরভ নিজে ভরসা রেখেছেন এই অভিনেতার ওপর।
মুকেশ ছাবড়া বলেছেন, এই সিনেমায় তৃপ্তি দিমরি অভিনয় করছেন না। তিনি জনপ্রিয় অভিনেত্রী হলেও সৌরভের স্ত্রী ডোনার চেহারার সঙ্গে তাঁর কোনও মিল নেই। তাছাড়া ডোনার চেহারায় বাঙালিয়ানা প্রবল, ফলে বাংলার প্রথম সারির কোনও নায়িকাকেই ডোনার চরিত্রে অভিনয়ের জন্য কাস্টিং করা হবে। অভিনেত্রী খুঁজতে ৩ এপ্রিল কলকাতায় এসেছিলেন মুকেশ। এমন একজন অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করতে চান যিনি বলিউডের সঙ্গে টালিউডের সংযোগ ঘটাবেন। এর পরই মুকেশকে পাওয়া যায় ‘রক্তবীজ ২’ সিনেমার শুটিং সেটে। সৌরভের স্ত্রী ডোনা চরিত্রের জন্য কাস্টিং ডিরেক্টর মুকেশের প্রথম পছন্দ নাকি ছিল মিমি!
আরও পড়ুন- ৬৮ বছরের অরুণ লাল বিয়ে করেন ৩৯-এর বুলবুলকে! এবার দিলীপ ঘোষকে তাঁর ‘বার্তা’
রাজকুমার রাওকে দাদার চরিত্রে দেখা গেলেও ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কাকে দেখা যাবে? মিমি চক্রবর্তীকে? এই নিয়ে সৌরভ কোনও ইঙ্গিতবাচক ইঙ্গিত বা বার্তা দেননি। তবে তিনি বা এই ছবির নির্মাতারা কাকে ভাবছেন ডোনার চরিত্রে সেটা জানা যায়নি। তবে সৌরভ যে বলিউডের কাউকে চাইছেন, তা নিয়ে জল্পনা চলছে।