'আমাকে এসবে জড়াবেন না প্লিজ', হাতজোড় করে বললেন সৌরভ! এমন কথা তিনি আগে বলেননি
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
সৌরভ সোজাসুজি বলে দিলেন, আমাকে রাজনীতিতে জড়াবেন না। ১৫ এপ্রিল সন্ধেয় চাকরিহারা ঐক্যমঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল সৌরভের বেহালার বাড়িতে।
advertisement
আগামী ২১ তারিখে ১২টি মঞ্চের তরফে 'নবান্ন চলো'-র ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে চাকরিহারাদের তরফে বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে থাকার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বান ফিরিয়ে দিলেন সৌরভ। চাকরিহারা শিক্ষকদের কয়েকজন সৌরভের বেহালার বাড়িতেও গিয়েছিলেন। তবে সৌরভ বাড়িতে ছিলেন না বলে তাঁর সঙ্গে দেখা হয়নি।
advertisement
advertisement
advertisement
advertisement







