আজ, মঙ্গলবার, থেকে শুরু হল এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর প্রথমদিনই বড় চমক। শুরুতে ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনা৷ দিক্ষামঞ্জরীর এই নৃত্য পরিবেশনা সকলের খুব পছন্দ হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভও৷ ফলে স্বামীর সামনেই নাচলেন ডোনা৷
আরও পড়ুনKaran Johan Mental Health: মানসিক সমস্যায় ভুগছেন করণ জোহর, নিয়মিত ওষুধ খাচ্ছেন!
advertisement
বিকেল চারটের সময় নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। এমনিতে সৌরভ খুব একটা সময় পান না ডোনার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার। তাই আজ সৌরভ উপস্থিত থাকার ফলে মন ভাল ডোনার।কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশনা করলেন দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। সেই পরিবেশনা নিয়ে প্রথম থেকেই উত্তেজিত ছিলেন ডোনা।
আজ ছিল অন্য ট্যুইস্ট! সম্ভবত সৌরভের নাচও দেখলেন ডোনা৷ কারণ মঞ্চে নাচলেন বাংলার দাদা!প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ঠ অতিথিরা৷ সেখানে ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভও৷ এরপরই বেজে ওঠে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং৷ এই থিম সং-টি গেয়েছেন অরিজিৎ সিং৷ বিনামূল্যে এই গান তিনি গেয়েছেন৷ এই গানটি শুরু হতেই একে একে শরীর দোলাতে থাকেন মঞ্চে উপস্থিত সকলে৷ সেখানে যেমন ছিলেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, তেমনই ছিলেন সৌরভও৷ ফলে সকলের সঙ্গে হালকা পা মেলান সৌরভও৷
অর্থাৎ এদিনের অনুষ্ঠানে ডোনার নাচ যেমন সকলে দেখলেন, তেমনই অতিথিদের সঙ্গে সৌরভের নাচও দেখা গেল৷