TRENDING:

সৌরভের বায়োপিকে কে? আর কোনও লুকোচুরি নেই, এবার একেবারে পাকা খবর

Last Updated:

Sourav Ganguly Biopic Release Date : সৌরভের প্রথম পছন্দ ‌রণবীর কাপুর। তবে তিনি নয়, দাদার বায়োপিকে এবার অন্য এক নায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সৌরভ যেমন সব কিছু নিয়ে passionate, আয়ুষ্মান খুরানাও তাই, প্রচন্ড passionate। সৌরভের বায়োপিক করার প্রথম আলোচনা থেকেই আয়ুষ্মানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
advertisement

গল্প শুনে সিদ্ধান্ত নেওয়া নয়, প্রথম থেকেই সব কাজ ফেলে পর্দায় সৌরভ হয়ে ওঠার ব্যাপারে আয়ুষ্মানের উৎসাহ ছিল দেখার মতো। আসলে প্রাক্তন ভারত অধিনায়েক চরিত্রে অভিনয় করার অফারের আগে থেকেই সৌরভের ফ্যান আয়ুষ্মান। তাই সৌরভের বায়োপিক করার জন্য আয়ুষ্মান খুরানাই এগিয়ে রয়েছেন।

সৌরভের সঙ্গে একবার এই নিয়ে বৈঠক হবে। তার পরে চূড়ান্ত ঘোষণা। এই প্রতিটি কথার বক্তা সৌরভের বাল্যবন্ধু ও তাঁর বায়োপিকের সঙ্গে জড়িত সঞ্জয় দাসের।

advertisement

আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায় কত টাকার মালিক? ‘দাদা’র মোট সম্পত্তির পরিমাণ চমকে দেবে

আসলে বছর দুয়েক আগে যখন প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের খবর নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ প্রকাশিত হয়, তখন সবার প্রথম সাক্ষাৎকারে নিউজ18 বাংলাকে সৌরভ জানিয়েছিলেন, নিজের চরিত্রে পর্দায় তিনি রণবীর কাপুরকে দেখতে চান। সেই কারণে উদ্যোক্তাদের তরফে একাধিকবার আলোচনাও হয়েছিল বলে খবর।

advertisement

শেষ পর্যন্ত রণবীর নন, আয়ুষ্মানকে কেন নির্বাচন করা হল? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপরের লাইনগুলো বললেন সঞ্জয় দাস। এটা ঠিক সৌরভের পছন্দ অনুযায়ী রণবীর কাপুরকে চেয়েছিলেন সিনেমার সঙ্গে জড়িত সবাই।

সৌরভের বায়োপিকের রাইট কেনা লভ রঞ্জন ফ্লিমসের সঙ্গে কাজও করেছেন রণবীর। তবে সময়ের অভাব এবং একাধিক বায়োপিক চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না রণবীর। তাই পরবর্তী পছন্দ হিসেবে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা হয়।

advertisement

ভিকি কৌশল, হৃত্বিকও সেই তালিকায় ছিলেন। তবে শেষ পর্যন্ত আয়ুষ্মানকে নির্বাচন করা হয়। বলিউডের এই নায়ককে সৌরভের চরিত্রে নেওয়ার ক্ষেত্রে যে রকম তাঁর প্যাশনকে দেখা হয়েছে, ঠিক সেরকমই বাঁহাতি আয়ুষ্মান অনেকটাই প্রাধান্য পেয়েছেন।

সৌরভের মতো আয়ুষ্মানও বাঁ হাতে ব্যাট করেন।‌ একটা পর্যায়ে পর্যন্ত ক্রিকেটও খেলেছিলেন। সিনেমার অনেকটা অংশ জুড়েই রয়েছে ক্রিকেট। ফলে শুটিংয়ের সময় কোনও অসুবিধা হবে না। টেকনিক্যালি এবং অনেকটা ন্যাচারাল মনে হবে।

advertisement

আরও পড়ুন- ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান, ইতিহাস তৈরি করলেন ভারতীয় ব্যাটার

ইতিমধ্যেই সৌরভের সঙ্গে একবার দেখাও হয়েছিল আয়ুষ্মানের। একদিনের বিশ্বকাপ ফাইনালে দুজনের সাক্ষাৎ হয়। তবে সেই সময় বায়োপিক সংক্রান্ত কোনও কথা হয়নি বলেই খবর। তবে খুব তাড়াতাড়ি ফের বৈঠক হতে চলেছে দুজনের। আর তারপরই সরকারিভাবে আয়ুষ্মানের নাম ঘোষণা করা হবে।

শুধু আয়ুষ্মান নয়, বায়োপিকের পরিচালকের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে কথা হয়েছিল চক দে ইন্ডিয়ার ডিরেক্টর সিমিত আমিনের সঙ্গে। কিন্তু শেষমেশ সেটা ফলপ্রসূ হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিক্রমাদিত্য মোতআনেকে দেখা যাবে সৌরভের বায়োপিকের পরিচালক হিসাবে। সিনেমার সঙ্গে যুক্ত সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাস জানান, “অনেকের সঙ্গেই কথা হয়েছিল। তবে তিনি যেভাবে সিনেমাটা করতে চেয়েছেন তা সত্যিই আকর্ষণীয় হবে।”

বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভের বায়োপিকে কে? আর কোনও লুকোচুরি নেই, এবার একেবারে পাকা খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল