একটি জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ। আর সেই বিস্কুটের বিজ্ঞাপনে তাঁকে দেখা গেল ডনের ভূমিকায়। মোনা ডার্লি-এর সঙ্গে তিনি সোনা নিয়ে কথা বলছেন। দাদার এমন রূপ দেখে যে কেউ চমকে যাবেন। যেখানে যেমন, সেখানে একেবারে তেমন সৌরভ।
আরও পড়ুন- রুদ্ধশ্বাস থ্রিলারে ৩ উইকেটে জয় পেল ইউপি, টানা দ্বিতীয় হার গুজরাটের
advertisement
বলিউডের চর্চিত খলনায়ক অজিত খানকে অনেকেরই হয়তো এখন মনে আছে! তাঁর মুখের একের পর এক ডায়ালগ জনপ্রিয় হয়েছিল। যুগের পর যুগ ধরে সেই ডায়ালগ লোকে শুনে আসছে। কেউ কেউ অবিকল নকল করে হাততালিও কুড়িয়েছেন। এবার অজিতের সেই বেশ ধরেছেন সৌরভ।
সিনেমায় অজিতের যাবতীয় কু-কর্মের সঙ্গী ছিল রবার্ট আর মোনা ডার্লিং। সৌরভ এবার সেই অজিতের ভূমিকায়। পরনে সাদা জ্যাকেট, চোখে সানগ্লাস, গলায় চেন। সৌরভের নতুন দেখে তাঁকে প্রথমে চেনা দায়!
ক্যামেরার সামনে তিনি যে বেশ স্বচ্ছল তা আগেও বুঝিয়েছেন সৌরভ। আর এবার বিজ্ঞাপনে ডন-এর ভূমিকায় সেটাই আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। সৌরভের এমন অভিনয় দেখে অনেকেই মজা করে লিখেছেন- বায়োপিকে দাদা কেন অন্য কোনও হিরোর খোঁজ করছেন! তিনি তো চাইলে নিজেই অভিনয় করতে পারেন।
আরও পড়ুন- টেনিস সুন্দরী দাপটের সঙ্গে খেলে রোজগার করলেন কত কোটি, জানলে চমকাবেন
অনেকে আবার মজা করে এটাও লিখেছেন- দাদা বাড়ি গেলে ডোনা বৌদি তোমায় আজ ঢুকতে দেবে না। কেউ আবার লিখেছেন- মোনা মনয়, ডোনা ডার্লিং বলো দাদা।