সৌরভ যে বিন্দাস তা এখন বেশ ভালই বোঝা যায়৷ তাই কেক কাটতে গিয়ে ডোনার সঙ্গে খুনসুটি থেকে লন্ডনের রাস্তায় বলিউড সুপারহিট গান ‘লন্ডন দা ঠুমকা’-র সঙ্গে মাঝরাতে নাচ সব কিছুই সুপার ভাইরাল ভিডিও হয়ে গেছে৷ আগে সোশ্যাল মিডিয়া না থাকায় তারকাদের অন্দরমহলের খবর বিশেষ একটা সামনে আসত না৷ কিন্তু এখন যুগটাই আলাদা৷ বিরাট --অনুষ্কার মতো স্টার দম্পতিরা প্রমাণ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ভালবাসা কত অবলীলায় তুলে ধরা যায়৷
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় যতটা জনপ্রিয় , ঠিক ততটাই সৌরভ-ডোনা জুটির জনপ্রিয়তাও অত্যন্ত বেশি৷ বিশেষত দাদা টিভি শো-তে সঞ্চালকের ভূমিকায় আসার পর বিভিন্ন সময়ে তাঁর ও ডোনা গঙ্গোপাধ্যায়ের দুষ্টু-মিষ্টি কেমিস্ট্রি নিয়ে কথা বলে থাকেন৷ যার ফলে দাদা-র ফ্যানদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা তুঙ্গে৷ তবে দাদা-র লন্ডন দা ঠুমকার সুপারহিট সাফল্যের পর এবার লন্ডনের রাস্তায় সৌরভ , ডোনার দারুণ নাচ৷
দেখে নিন দাদা -বৌদির ভাইরাল নাচের ভিডিও
ভিডিওতে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সৌরভকে নিখাদ ফ্যামিলি টাইম কাটাতে দেখা যাচ্ছে৷ রাস্তার ধারে বসেনিজের ফোনে একের পর এক গান বাজাচ্ছেন ডিজে সানা! আর তাতে গোটা পরিবার নাচছে৷ ওম শান্তি ওম গানের সুপারহিট বলিউড ট্র্যাকে নাচছেন দাদা ও বৌদি৷ ‘অল হট গার্লস পুট ইওর হ্যান্ডস আপ অ্যান্ড সে ওম শান্তি ওম’ আর সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় বিন্দাস ডান্স যেকোনও দম্পতি ফের একবার নতুন সম্পর্কের কেমিস্ট্রি খুঁজতে সাহায্য করবে৷
১৯৯৬ সালে প্রথমে লুকিয়ে প্রতিবেশী ডোনাকে বিয়ে তারপরে ১৯৯৭ ট্র্যাডিশানাল ভাবে বিয়ে সারেন ডোনা ও দাদা৷ বিয়ের ২৫ বছরেও তাঁদের মধ্যে যে চার্ম একইরকমভাবে রয়েছে তা বিভিন্ন সময়ে দেখা যায়৷ দাদা -র ৫০ তম জন্মদিনেও সেই ছবিই আরও একবার ফুটে উঠল৷ দাদা-র মধ্যরাতের কেক কাটার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷
আরও পড়ুন - Digha Hilsha: ইলিশ শুনলেই জিভে জল, উইকএন্ডে ভাবছেন ঢুঁ মারবেন দিঘায়, জেনে নিন দিঘার ইলিশের হাল-হকিকত
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
কিন্তু ভাইরাল ভিডিওতে কি দাদা ছাড়া অন্য কিছুতে নজর গেছে! কেক কাটার পর প্রথম টুকরোটি স্নেহের সানাকে দেন দাদা৷ যেটা একেবারে হওয়ারই ছিল৷ কিন্তু সকলের সামনেই স্ত্রীর সঙ্গে দুষ্টু-মিষ্টি প্রেম! দ্বিতীয় টুকরোটি ডোনাকে দিতে ঠিক মুখের সামনে নিয়ে গিয়ে ফেরত নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দেন৷
আরও পড়ুন - Hooghly News: ‘‘আপনার খাওয়া হয়নি?’’ আগন্তুকদের ব্যাগ থেকে বেরিয়ে আসে খাবার ভরা টিফিন বক্স
এদিকে এরপর অবশ্য ডোনা কিন্তু কেক থেকে একটি স্ট্রবেরি তুলে নিয়ে স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে তুলে দেন৷ এরপরেও সৌরভ ফের একবার তাঁকে কেকের টুকরো দিতে যান, কিন্তু এবার ডোনা আর সেটি খেতে চাননি৷
আসলে ডোনা নাকি খাওয়ার নিয়মে সামাণ্যতম ভুলও করেন না৷ তাই এক টুকরো কেকও তিনি মুখে নেন না৷ আর বরের জন্মদিনেও তাই এই কাজ তিনি করেননি৷
দাদা কিন্তু ৫০-র বার্থডে সেলিব্রেশনকে নিশ্চিতভাবে স্পেশাল করে রাখেন কারণ এরপর তিনি লন্ডনের রাস্তায় বিন্দাস নাচতেও দেখা যায় দাদাকে৷