ভারতীয় ক্রিকেট মহিলা দলের সহ অধিনায়ক স্মৃতির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল গায়িকা পলক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে। কিন্তু, এই ঘটনার পরেই আপাতত এই বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে গেল।
প্রসঙ্গত, ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা বিয়ে হতে আর কয়েক ঘণ্টাই বাকি ছিল। ২৩ নভেম্বর সুরকার এবং চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছলকে বিয়ে হওয়ার কথা ছিল৷ স্মৃতি তাঁর এনগেজমেন্টের আংটি দেখিয়েই এই সুখবর জানিয়েছিলেন৷
advertisement
২০১৯ থেকে পলাশ মুচ্ছলের সঙ্গে প্রেম করছেন স্মৃতি মান্ধানা। পলাশ বলিউডের একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং চলচ্চিত্র নির্মাতা। হিন্দি সিনেমার জগতে তিনি নিজের আলাদা জায়গা তৈরি করেছেন৷
স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের মধ্যে বয়সের পার্থক্য খুবই কম।পলাশ মুচ্ছলের জন্ম ২২ মে, ১৯৯৫স্মৃতি মান্ধানার জন্ম ১৮ জুলাই, ১৯৯৬অতএব, পলাশ মুচ্ছল তার ভবিষ্যৎ স্ত্রী স্মৃতি মান্ধানার চেয়ে প্রায় ১ বছর ৩ মাসের বড়।
