কর্পোরেশনের মেয়র-ইন-কাউন্সিল সভায় ১১ নভেম্বর ২০২৫ তারিখে প্রস্তাবটি অনুমোদন করা হয় এবং পরে ২৯ নভেম্বর বোর্ড অফ কাউন্সিলরস বৈঠকে সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্যই এদিন এই আদেশ প্রকাশ করেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার।
নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, স্ট্যান্ডের নামকরণ সম্পর্কিত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। কর্পোরেশনের বিভিন্ন শাখা, বরো অফিস থেকে কাউন্সিলর—সকলের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। একই সঙ্গে এই তথ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
রাজ্যের উত্তরাঞ্চলে মহিলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল নাম রিচা ঘোষ। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ধারাবাহিক সাফল্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ—এমনটাই মনে করছেন অনেকে। ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরাও বলছেন, শহরের ক্রীড়া অবকাঠামোতে কোনো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের নামে স্ট্যান্ড তৈরি হলে তা আগামীর খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে।
আরও পড়ুন- রাতেই ক্রেনের সাহায্যে মঞ্চে উঠল বিশ্বের সবচেয়ে বৃহৎ মেসির মূর্তি, ইতিহাসের সাক্ষী কলকাতা
কর্পোরেশনের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই শহরজুড়ে আনন্দের স্রোত। খেলোয়াড় থেকে অভিভাবক—সবাই মনে করছেন, শিলিগুড়ির সন্তান রিচা ঘোষের নাম এখানে আরও গর্বের সঙ্গে উচ্চারিত হবে।






