মেগা সিরিজে নামার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বসেছিলেন ভারতের নতুন অধিনায়ক ও কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর, ভারতীয় টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দায়িত্ব এখন শুভমান গিল এবং গৌতম গম্ভীরের উপর। এই নতুন যুগের প্রথম চ্যালেঞ্জ কঠিন, তরুণ অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে পরীক্ষিত হবেন। ইংল্যান্ডের কন্ডিশনে ভারতকে কীভাবে জয়ের দিকে নিয়ে যাবেন তা দেখার বিষয়।
advertisement
ইতিমধ্যেই ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করে দিয়েছে ইসিবি। ভারতীয় দল গোটা সফরের জন্য স্কোয়াড ঘোষণা করলেও প্রথম টেস্টে প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। হেডিংলিতে প্রথম টেস্টের একাদশ কেমন হবে তা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে গিল বলেন,”ইংল্যান্ডে পৌঁছে সেখানকার পরিস্থিতি না দেখা পর্যন্ত প্লেয়িং ইলেভেন সম্পর্কে কিছু বলা কঠিন হবে। আমাদের দলে ভালো ব্যাটসম্যান ও বোলার রয়েছে। এখন বলা কঠিন হলেও সেরা একাদশ নিয়ে জয়ের লক্ষ্যেই ঝাঁপাবো আমরা।
এছাড়া যখন শুভমান গিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জায়গা পূরণের জন্য অতিরিক্ত চাপ আছে কিনা, তিনি বলেন যে এত বড় শূন্যস্থান পূরণ করা কঠিন, তবে দলের উপর কোনও অতিরিক্ত চাপ নেই। তার দলের উপর পূর্ণ আস্থা রয়েছে। একজন অধিনায়ক হিসেবে, তিনি এমন একটি পরিবেশ তৈরি করতে চান যেখানে সমস্ত খেলোয়াড় নিরাপদ থাকবে।